তিরুঅনন্তপুরম: ধর্মীয় অনুষ্ঠানে হাতির ব্যবহারে রাজি হল না কেরলের চেরথালার একটি মন্দির। নালপাথেন্নিশ্বরম শ্রী মহাদেব মন্দির কর্তৃপক্ষ ঠিক করেছে, সুসজ্জিত হাতির মিছিলের বদলে তারা কাঠ দিয়ে তৈরি কাঠামো ব্যবহার করবে।
এই কাঠামোকে বলে জীবতা। মধ্য ত্রিবাঙ্কুরের মন্দিরগুলিতে এই কাঠামোর ব্যবহার বহুলপ্রচলিত। এতে করেই আনা হয় ঠাকুরের মূর্তিকে। ১৮ তারিখ থেকে ৭ দিনের উৎসব শুরু হচ্ছে।
সংশ্লিষ্ট মন্দির কর্তৃপক্ষ নোটিস দিয়ে জানিয়েছে, ভক্তদের নিরাপত্তার কথা ভেবে এ বছর আর হাতি দিয়ে শোভাযাত্রা করবে না তারা। বদলে ব্যবহার করা হবে জীবতাকে। হাতি শোভাযাত্রার জন্য যে অর্থ রাখা হয়েছে তা মন্দির ও স্থানীয় মানুষের উন্নতিতে ব্যয় হবে।
কেরলের মন্দিরে হাতির ব্যবহার বহুল প্রচলিত। কয়েক বছর আগে চেরথালার কাছে আলাপ্পুঝা জেলায় কানিচুকুলাঙ্গারা দেবী মন্দিরে হাতির ব্যবহার একই কারণে বন্ধ হয়। প্রাচীন এই মন্দিরে প্রতিদিন অন্তত ১৫টি হাতি দিয়ে সারা হত পুজোর কাজকর্ম। এখন থেকে তার বদলে জীবতার ব্যবহার হচ্ছে। যে পুরুষরা ৪০দিন ধরে উপবাস ও কৃচ্ছসাধন করেন, তাঁরা কাঁধে করে আনছেন জীবতাদের।
নিরাপত্তা নিয়ে উদ্বেগ, ধর্মীয় অনুষ্ঠানে হাতি ব্যবহার বন্ধ করল কেরলের মন্দির
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2018 02:53 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -