নয়াদিল্লি: কর্ণাটকে বিধানসভা নির্বাচনের জন্য ১৯ দিন বন্ধ থাকার পর আজ ফের পেট্রোল ও ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে মোদী সরকারকে তীব্র কটাক্ষ করলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর ট্যুইট, ‘কর্ণাটকে ভোট শেষ হওয়ার পরেই পেট্রোপণ্যের দাম চার বছরে সর্বোচ্চ হয়ে গেল। মোদীর অর্থনীতির মূল নীতি হল যত বেশি সম্ভব মানুষকে বোকা বানাতে হবে।’
আজ রাষ্ট্রায়ত্ত তেল সংস্থাগুলি পেট্রোল ও ডিজেলের দাম বাড়িয়েছে। পেট্রোল ১৭ পয়সা ও ডিজেল ২১ পয়সা বাড়ানো হয়েছে। পেট্রোলের দাম ৫৬ মাসে সর্বোচ্চ হয়ে গিয়েছে। ডিজেলের দাম সর্বকালীন রেকর্ড ছুঁয়েছে। এই মূল্যবৃদ্ধি নিয়েই কেন্দ্রীয় সরকারের সমালোচনায় সরব রাহুল।
যত বেশি সম্ভব মানুষকে বোকা বানানোই মোদীর অর্থনীতি, পেট্রোল-ডিজেলের দাম বৃদ্ধি নিয়ে কটাক্ষ রাহুলের
Web Desk, ABP Ananda
Updated at:
14 May 2018 07:59 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -