বিরোধী দলগুলি গোরক্ষকদের তাণ্ডবের জন্য আরএসএস-কে দায়ী করেছে। কংগ্রেসের অভিযোগ, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দ্বিচারিতা করছেন। তিনি গোরক্ষকদের ঠেকানোর জন্য কোনও ব্যবস্থাই নিচ্ছেন না। এই আক্রমণের জবাবে জেটলি বলেছেন, ‘প্রধানমন্ত্রী তিনবার গোরক্ষকদের বিরুদ্ধে মুখ খুলেছেন। সরকার গোরক্ষার নামে মানুষ খুনের নিন্দা করেছে। কারও আইন হাতে তুলে নেওয়ার অধিকার নেই। হিংসা কোনও দলের একার বিষয় হতে পারে না। হিংসার কোনও ব্যাখ্যা হতে পারে না। কংগ্রেসের এক মুখ্যমন্ত্রীর এত স্পর্ধা, তিনি বলেছেন সুযোগ পেলে গোমাংস খাবেন। কেরলে যেভাবে গোহত্যা করে গোমাংস উৎসব করা হয়েছে, সেটা ট্রেনে একজনকে পিটিয়ে মারার মতোই ক্ষতিকর।’
গোরক্ষকদের বিরুদ্ধে সরকার কোনও ব্যবস্থা নিচ্ছে না বলে যে অভিযোগ করেছে বিরোধীরা, সেটাও খারিজ করে দিয়েছেন জেটলি। তিনি বলেছেন, প্রতিটি ক্ষেত্রেই আইনানুসারে ব্যবস্থা নেওয়া হচ্ছে। গণপিটুনির সঙ্গে জড়িতদের গ্রেফতার করা হয়েছে। তারা এখন জেলে আছে। যাদের বিরুদ্ধে প্রমাণ পাওয়া গিয়েছে, তাদের বিরুদ্ধে চার্জশিটও পেশ করা হয়েছে। এক্ষেত্রে কোনও যদি-কিন্তু নেই।