নয়াদিল্লি: করোনার থাবা এবার রাষ্ট্রপতি ভবনেও! ভবনে কর্মরত এক সাফাইকর্মীর পুত্রবধূর করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ।  ভবন চত্বরেই পরিবারের সঙ্গে বসবাস করেন তিনি। মহিলার করোনা পজিটিভ ধরা পড়ার পরই রাষ্ট্রপতি ভবন কমপ্লেক্সের ১২৫টি বাড়ির সদস্যদের আইসোলেশনে পাঠানো হয়েছে। তার মধ্যে ২৫টি বাড়ির সদস্যকে কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে।

গত ১৩.০৪.২০২০ তারিখে করোনায় মৃত্যু হয়েছে রাষ্ট্রপতি ভবনে কর্মরতের আত্মীয়ের। তিনি নিজে রাষ্ট্রপতি ভবনের কর্মী ছিলেন না। এমনকি রাষ্ট্রপতি ভবন চত্বরে বসবাসও করতেন না তিনি।  দিল্লির বিএল কপুর হাসপাতালে ভর্তি ছিলেন ওই আক্রান্ত।



এই ঘটনার পরেই রাষ্ট্রপতি ভবনে কর্মরত বিভিন্ন আধিকারিক (সচিব পর্যায়ের) ও তাঁদের পরিবারকে হোম কোয়ারেন্টাইনে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

সূত্রে খবর,  আইএএস আধিকারিকের দপ্তরে কর্মরত এক ব্যক্তির স্ত্রীর শরীরে করোনার জীবাণু পাওয়া গিয়েছে। সদ্য করোনায় আক্রান্ত হয়ে ওই মহিলার মা প্রাণ হারিয়েছেন। তাঁর অন্ত্যেষ্টিক্রিয়ায় হাজির ছিলেন পরিবারের সব সদস্য। অন্ত্যেষ্টিক্রিয়া থেকে ফেরার পরই সাফাইকর্মীর পরিবারের সব সদস্যকে সরকারি আইসোলেশন সেন্টারে পাঠানো হয়। প্রত্যেকের রিপোর্ট নেগেটিভ এলেও সাফাইকর্মীর পুত্রবধূর রিপোর্ট পজিটিভ এসেছে।

উল্লেখ্য, দিল্লিতে নিত্যদিন বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। এই অবস্থায় রবিবার মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল জানান, আগামী ৭ মে পর্যন্ত কোনওরকমভাবে লকডাউন শিথিল করা হবে না। ভারতে বর্তমান করোনা আক্রান্তের সংখ্যা ১৮৬০১।