'হিন্দু পাকিস্তান' মন্তব্যের জন্য তারুরকে ১৪ আগস্ট হাজিরার সমন কলকাতার আদালতের
Web Desk, ABP Ananda
Updated at:
14 Jul 2018 07:44 PM (IST)
কলকাতা: শশী তারুরের 'হিন্দু পাকিস্তান' মন্তব্যে আপত্তি জানিয়ে কলকাতার আদালতে মামলা ঠুকেছেন এক আইনজীবী। সংবাদ সংস্থা পিটিআইয়ের খবর, মেট্রপলিটান ম্যাজিস্ট্রেটের আদালতে সুমিত চৌধুরী নামে ওই আইনজীবী তাঁর পিটিশনে বলেছেন, তারুরের মন্তব্যে সম্প্রীতি নষ্ট হবে, ইচ্ছা করে ধর্মীয় অনুভূতিকে আঘাত করার জঘন্য চেষ্টা করেছেন তিনি। তারুর বলেছেন, ২০১৯ এর ভোটে জিতে বিজেপি ফের ক্ষমতায় এলে নতুন করে সংবিধান লিখবে, ভারতকে হিন্দু পাকিস্তান করে তোলার প্রক্রিয়া জোরদার হবে।
১৯৭১ সালের জাতীয় মর্যাদার অপমান রোধ আইনের ২ নম্বর ধারাতেও মামলা করা হয়েছে তারুরের বিরুদ্ধে।
অতিরিক্ত মুখ্য মেট্রপলিটান ম্যাজিস্ট্রেট (১) এম দাশগুপ্ত তিরুঅনন্তপুরমের কংগ্রেস সাংসদকে ডাকে ও তাঁর ট্যুইটার হ্যান্ডলের মাধ্যমে সমন জারির নির্দেশ দিয়েছেন। আদালত তারুরকে ১৪ আগস্ট পরবর্তী শুনানির দিন হাজিরা দিতে বলেছে।
অভিযোগকারী আইনজীবীর বক্তব্য, তারুর তাঁর ওই মন্তব্যের জন্য ক্ষমা চাইতেও নারাজ। তারুরের বক্তব্য ভারতীয়দের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছে, এর উদ্দেশ্য হল একটি ধর্মনিরপেক্ষ দেশকে অপমান করা ছাড়াও সমাজে সংঘাত, অশান্তি ছড়ানো, সম্প্রীতি নষ্ট করা।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -