কুড়ানকুলাম (তামিলনাড়ু): তামিলনাড়ুর কুড়ানকুলাম পরমাণু কেন্দ্রের এক নম্বর চুল্লিকে দেশবাসীর উদ্দেশ্যে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদীর মতে, এটি বিশ্বের অন্যতম নিরাপদ পারমাণবিক চুল্লি। এই অনুষ্ঠানে অংশ নেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা।
এদিন নয়াদিল্লি থেকে ভিডিও কনফারেন্সিং-এর মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেন মোদী। তিনি জানান, ভারতে দূষণমুক্ত বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে এক বড় ভূমিকা পালন করতে চলেছে ভারত-রুশ যৌথ উদ্যোগে নির্মিত কুড়ানকুলাম।
এই প্রসঙ্গে ভারত ও রাশিয়ার দ্বিপাক্ষিক সম্পর্কেরও ভূয়সী প্রশংসা করেন মোদী। প্রধানমন্ত্রী বলেন, আমি বরাবরই রাশিয়ার সঙ্গে বন্ধুত্বকে মর্যাদা দিয়ে এসেছি। আর সেই বন্ধুত্বের চরম নিদর্শন হল এদিনের কুড়ানকুলাম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্টের (কেএনপিপি) প্রথম ইউনিট।
মস্কো থেকে ভিডিও কনফারেন্সে যোগ দেন পুতিন। তিনি জানান, এটা সকলের কাছেই বড় ঘটনা। তিনি বলেন, এই পরমাণু চুল্লিতে সর্বাধুনিক রুশ প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। তিনি যোগ করেন, কুড়ানকুলাম স্রেফ একটি পরমাণু বিদ্যুৎ চুল্লি নির্মাণ নয়। ভারতের সঙ্গে প্রযুক্তি ভাগাভাগি করে নিতে পেরে গর্বিত রাশিয়া।
চেন্নাই থেকে ভিডিও কনফারেন্সে যোগ দিয়েছিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী জয়ললিতা। তিনি জানান, এই প্রকল্পের বাস্তবায়ণে তিনি বরাবর সহমত পোষণ করে এসেছেন। তিনি বলেন, তামিলনাড়ুর মতো দ্রুত প্রগতিশীল রাজ্যের পরমাণু শক্তিরই প্রয়োজন।
প্রসঙ্গত, বাস্তবায়ণের পথে বহু বাধা পেরোতে হয়েছে কুড়ানকুলামকে। চুল্লির নিরাপত্তা থেকে শুরু করে পারমাণবিক দুর্ঘটনার সম্ভাবনার আশঙ্কা করা স্থানীয়দের বিক্ষোভ-আন্দোলনে একাধিক বার থমকে গিয়েছে এর নির্মাণ-পর্ব। ফলে, চালু হতে অনেক দেরি হয়েছে।
এদিন অনুষ্ঠানের শুরুতে জয়ললিতাকে তামিল ভাষায় এবং পুতিনকে রুশ ভাষায় অভিবাদন জানান মোদী।
কুড়ানকুলামের প্রথম পরমাণু চুল্লি উৎসর্গ, ‘বিশ্বের অন্যতম নিরাপদ’, দাবি মোদীর
Web Desk, ABP Ananda
Updated at:
10 Aug 2016 01:12 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -