নয়াদিল্লি: চর সন্দেহে পাকিস্তানের জেলবন্দি কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর সঙ্গে লজ্জাজনক আচরণ করেছে পাকিস্তান। সধবা হওয়া সত্ত্বেও তাঁদের কপালের টিপ ও গলার মঙ্গলসূত্র খুলিয়ে কার্যত বিধবার চেহারা দিয়ে কুলভূষণের সামনে তাঁদের হাজির করে তারা। আজ বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ রাজ্যসভায় সরকারের হয়ে এই বিবৃতি দিয়েছেন।
সুষমা বলেছেন, কুলভূষণের মামলা আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতে নিয়ে গিয়েছে ভারত, তাঁর ফাঁসি আটকাতে সক্ষমও হয়েছে। কিন্তু ২২ মাস পর সাক্ষাতের সময় তাঁর মা ও স্ত্রী যেভাবে তাঁর মুখোমুখি হতে বাধ্য হয়েছেন, তাতে লঙ্ঘিত হয়েছে এ সম্পর্কিত চুক্তি। মা অবন্তী ও স্ত্রী চেতনকুলকে অপমানিত করা হয়েছে, টিটকিরি দেওয়া হয়েছে, বাধ্য করা হয়েছে পোশাক বদলাতে। এই আচরণ লজ্জাজনক।
বিদেশমন্ত্রী জানিয়েছেন, কুলভূষণের মা ও স্ত্রী তাঁকে বলেছেন, পাকিস্তানে পা রাখার পর থেকে তাঁরা অত্যন্ত চাপের মধ্যে ছিলেন। পাকিস্তানি আধিকারিকরা তাঁদের ভয় দেখানোর চেষ্টা করছিলেন, আগে থেকে বলে দিয়েছিলেন, কুলভূষণের সঙ্গে কী কী কথা বলতে হবে। যেটুকু কথা হয়েছে তাও স্পিকার ফোন চালু করে।
কুলভূষণের স্ত্রীর জুতো নিয়ে পাকিস্তান যেভাবে গোয়েন্দাগিরি করেছে তা অন্যায় বলে মন্তব্য করেছেন সুষমা। তাঁর প্রশ্ন, জুতোয় যদি চিপ থেকে থাকে, তবে পাকিস্তান তখনই তা সংবাদ মাধ্যমে জানাল না কেন? এই অভিযোগ সম্পূর্ণ মিথ্যে।
রাজ্যসভায় কংগ্রেস নেতা গুলাম নবি আজাদ বলেছেন, এই অপমান শুধু কুলভূষণ যাদবের মা ও স্ত্রীর অপমান নয়, ১৩০ কোটি দেশবাসী পাকিস্তানের আচরণে অপমানিত হয়েছেন। এসপি বলেছে, সংসদের দুই কক্ষে পাকিস্তানের বিরুদ্ধে নিন্দা প্রস্তাব পাশ হোক।
কুলভূষণের সধবা মা, স্ত্রীকে বিধবার রূপ দিয়ে লজ্জাজনক আচরণ করেছে পাকিস্তান, সংসদে বিবৃতি বিদেশমন্ত্রীর
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
28 Dec 2017 12:09 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -