লখনউ: উত্তরপ্রদেশের কুশিনগরে বাস ও ট্রেনের সংঘর্ষে ১৩ পড়ুয়ার মৃত্যু হয়েছে। দুর্ঘটনাস্থলে তাঁকে ঘিরে বিক্ষোভকে 'নাটক' আখ্যা দিলেন। তিনি বললেন, 'স্লোগান দেওয়া বন্ধ করুন। আমি আবার বলছি। এই নাটক বন্ধ করুন। এটা একটা দুর্ভাগ্যজনক ঘটনা। জায়গা খালি করার অনুরোধ করছি। যাতে আমরা দুর্ঘটনাস্থলটি খতিয়ে দেখতে পারি। ভিড় থাকলে ওই কাজ করা কঠিন'।
দুর্ঘটনাস্থলে যাওয়ার মুখে স্থানীয়দের বিক্ষোভের মুখে পড়েন যোগী।
বিক্ষোভের মুখে যোগী বিক্ষোভকারীদের এভাবে অযথা স্লোগান ও রাজনীতি বন্ধ করতেও বলেন।
এর আগে দুর্ঘটনাস্থলের কাছে সাংবাদিকদের উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী বলেন, স্কুল বাসের চালকের ভুলে এই ভয়াবহ ঘটনা ঘটেছে। চালকের বয়স নিয়েও প্রশ্ন তোলেন। তিনি বলেন, অভিযুক্ত চালক ইয়ারফোন পরেছিলেন।
যোগী আদিত্যনাথ দুর্ঘটনায় গভীর শোক ও নিহত স্কুল পড়ুয়াদের পরিবারবর্গের প্রতি সমবেদনা ব্যক্ত করেন। তিনি আরও বলেন, চার জখম পড়ুয়া ও চালককে বিআরডি হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুরো ঘটনা উপযুক্ত তদন্ত ও এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যাতে না হয় তা সুনিশ্চিত করারও আশ্বাস দেন যোগী।
তিনি বলেন, গোরখপুরের কমিশনারকে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে। দোষীদের বিরুদ্ধে এফআইআর দায়ের করতেও বলা হয়েছে।
দুর্ঘটনাস্থলে গিয়ে যোগী জানান, তিনি এই ঘটনা নিয়ে রেলমন্ত্রীর সঙ্গে কথা বলেছেন। নিহতদের পরিবারবর্গকে রাজ্য সরকার ও রেলের তরফে ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা হয়েছে।
উত্তেজিত জনতা তাঁকে ঘিরে বিক্ষোভ প্রদর্শনের কিছুক্ষণ আগে যোগী আরও বলেন, প্রত্যেকটি অরক্ষিত রেল ক্রসিংয়ে যাতে প্রহরী নিযুক্ত করা যায়, তা নিশ্চিত করতে তিনি রেলমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন।
এই দুর্ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।তিনি বলেছেন, এই দুর্ঘটনায় তিনি গভীরভাবে ব্যথিত। উত্তরপ্রদেশ সরকার ও রেলমন্ত্রক এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও প্রধানমন্ত্রী জানিয়েছেন।
কুশিনগরে দুর্ঘটনাস্থলে বিক্ষোভের মুখে যোগী বললেন, 'স্লোগান, নাটক বন্ধ করুন'
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
26 Apr 2018 07:22 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -