নয়াদিল্লি:  কুয়েতবাসী প্রবাসী ভারতীয় ছাত্র মা.রিদ্ধিরাজ কুমার নিজের জেতা আঠারো হাজার টাকার পুরস্কার অর্থ দান করল ভারতীয় সেনাবাহিনীর উন্নয়নমূলক প্রকল্পে। ভারতে এসে রিদ্ধিরাজ সেই টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে তুলে দিয়েছে। এসিইআর থেকে রিদ্ধিরাজ জিতেছিল ৮০ কেডি (কুয়েত ডিনার)। সেই টাকাটাই সে দান করেছে সেনাবাহিনীর উন্নয়নে।

কুয়েতে ইন্ডিয়ান এডুকেশনাল স্কুলে পড়াশোনা করে রিদ্ধিরাজ। সেখানেই অস্ট্রেলিয়ান কাউন্সিল ফর এডুকেশনাল রিসার্চ আয়োজিত একটি আন্তর্জাতিকমানের বেঞ্চ মার্ক টেস্ট হয়। সেই পরীক্ষাতেই অঙ্ক এবং বিজ্ঞানে সর্বোচ্চ নম্বর পেয়ে এই পুরস্কার অর্থ জেতে রিদ্ধিরাজ। সেই টাকাই সে দান করেছে। ছোট্ট পড়ুয়ার এই কৃতিত্বের জন্যে মোদী তাকে শুভেচ্ছাও জানিয়েছেন। তবে শুধু এই সাফল্যই নয়, রিদ্ধিরাজ এই বয়সে একাধিক অভিনব প্রকল্পের সঙ্গেও যুক্ত রয়েছে বলে জানা গিয়েছে।

খুদে পড়ুয়ার মা শ্রীমতী ক্রুপা ভট্ট জানিয়েছেন, তিনি নিজেও ‘এভরি চাইল্ড ইজ অ্যা জিনিয়াস’ প্রজেক্ট নামক এক প্রকল্পের সঙ্গে যুক্ত। এই প্রকল্পের আওতায় তাঁরা শিক্ষকদের জন্যে বিনামূল্যে সেমিনারের আয়োজন করেন, যাঁদের মূল কাজ হল ছাত্র-ছাত্রীদের মধ্যে থেকে তাদের প্রতিভা খুঁজে বের করা। এই প্রকল্পের কথা জানার পর প্রধানমন্ত্রী খুদে পড়ুয়ার মাকেও তাঁর এই উদ্যোগের জন্যে কুর্ণিশ জানিয়েছেন।