কোয়েম্বাত্তুর: নোট বাতিল নিয়ে বিরোধীদের পর এবার দলের অন্দর থেকেই সমালোচনা ধেয়ে এল কেন্দ্রীয় সরকারের দিকে। খোদ রাজ্যসভার বিজেপি সাংসদ সুব্রহ্মণ্যম স্বামী নোট-সঙ্কটের জন্য কেন্দ্রীয় সরকারের প্রস্তুতির অভাবকেই দায়ী করলেন। তাঁর দাবি, ‘৫০০ ও ১০০০ টাকার নোট বাতিল করার আগে অর্থ মন্ত্রকের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া উচিত ছিল।’


২০১৪ সালে স্বামীর নেতৃত্বাধীন কমিটিই নোট বাতিল এবং আয়কর তুলে দেওয়ার সুপারিশ করেছিল। তা সত্ত্বেও অর্থ মন্ত্রক কোনও আগাম ব্যবস্থা নেয়নি বলেই দাবি এই বিজেপি নেতার। তাছাড়া নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটের মাপ ছোট হওয়ায় এটিএমে রাখা যাচ্ছিল না। এর ফলে সমস্যা বাড়ে বলেই মত স্বামীর।

তবে নোট-সঙ্কটের জন্য সরকারকে দায়ী করলেও, সংসদের অধিবেশন বানচাল হয়ে যাওয়ার জন্য কংগ্রেসের উপরেই দোষ চাপিয়েছেন স্বামী।