২০১৪ সালে স্বামীর নেতৃত্বাধীন কমিটিই নোট বাতিল এবং আয়কর তুলে দেওয়ার সুপারিশ করেছিল। তা সত্ত্বেও অর্থ মন্ত্রক কোনও আগাম ব্যবস্থা নেয়নি বলেই দাবি এই বিজেপি নেতার। তাছাড়া নতুন ৫০০ ও ২০০০ টাকার নোটের মাপ ছোট হওয়ায় এটিএমে রাখা যাচ্ছিল না। এর ফলে সমস্যা বাড়ে বলেই মত স্বামীর।
তবে নোট-সঙ্কটের জন্য সরকারকে দায়ী করলেও, সংসদের অধিবেশন বানচাল হয়ে যাওয়ার জন্য কংগ্রেসের উপরেই দোষ চাপিয়েছেন স্বামী।