লখনউ: কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংহের জন্মদিন উপলক্ষে তৈরি করা হল ৬৬ কেজি ওজনের একটি লাড্ডু। ৬৬টি পায়রাকেও আকাশে উড়িয়ে দেওয়া হয়েছে। এভাবেই তাঁর জন্মদিন পালন করছেন বিজেপি নেতা-কর্মীরা।
আজ ৬৬ বছরে পা দিলেন রাজনাথ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে মন্ত্রিসভার সদস্যরা এবং আরও বহু মানুষ তাঁকে শুভেচ্ছা জানাচ্ছেন। স্বরাষ্ট্রমন্ত্রীর জন্মদিন পালন করার জন্য গতকাল সন্ধেবেলাই জমকালো অনুষ্ঠানের আয়োজন করেন উত্তরপ্রদেশের বিজেপি নেতারা। লখনউয়ে দলীয় দফতরে হাজির হন নেতা-কর্মীরা। সেখানেই সবাইকে লাড্ডু খাওয়ানো হয়।
উত্তরপ্রদেশের বিজেপি নেতারা বলেছেন, সমাজের সব অংশের মানুষের জন্য সমানভাবে কাজ করে যাচ্ছেন রাজনাথ। তিনি কোনও ভেদাভেদ করেন না। লখনউয়ের উন্নয়ের জন্যও তিনি অনেক কাজ করেছেন। দলীয় কর্মীরা তাঁর দীর্ঘ জীবন কামনা করেছেন।
রাজনাথ সিংহের জন্মদিনে ৬৬ কেজি ওজনের লাড্ডু
Web Desk, ABP Ananda
Updated at:
10 Jul 2017 01:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -