কলকাতা: করোনা আবহে একেবারে সামনের সারিতে থেকে কাজ করছেন পুলিশকর্মীরা। সেই সঙ্গে ক্রমাগত সামনে আসছে পুলিশকর্মীদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবরও। এর আগেই সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। বিভিন্ন থানায় বসেছে স্যানিটাইজেশন টানেল, করা হচ্ছে স্বাস্থ্যপরীক্ষাও। এবার আরও কড়া পদক্ষেপ নিল লালবাজার।
লালবাজার থেকে নির্দেশ দেওয়া হয়েছে, কলকাতার সমস্ত থানা থেকে সরিয়ে ফেলতে হবে পুলিশ ব্যারাক। অনবরত বাইরে থেকে থানায় পুলিশকর্মীদের যাতায়াত রুখতে ও সামাজিক দূরত্ব বজায় রাখতেই এই পদক্ষেপ। পুলিশ ব্যারাকে একসঙ্গে অনেক কর্মীর খাওয়া-দাওয়া ও বিশ্রামের ব্যবস্থা থাকে। ফলে সেখান থেকে সহজেই ছড়িয়ে পড়তে পারে সংক্রমণ। তাই থানার বাইরে তাঁবু খাটিয়ে তৈরি করতে হবে পুলিশ ব্যারাক। এর ফলে বাইরে ডিউটি করে ফেরা পুলিশকর্মীদের থেকে থানায় সংক্রমণ ছড়িয়ে পড়বে না।
লকডাউনের মধ্যেই বিরতি নেই সাধারণ মানুষের থানায় আসা যাওয়ার। যাতে সাধারণ মানুষ পুলিশকর্মীদের থেকে সংক্রমিত হয়ে না পড়েন তাই ডিউটি অফিসও থানা থেকে সরাবার নির্দেশ দিয়েছে লালবাজার। থানার বাইরে অস্থায়ী ক্যাম্প করে সেখানে বিশেষ কর্তব্যরত পুলিশকর্মীরা থাকবেন। সেখান থেকেই চলবে জনগণের সঙ্গে কাজ। সাধারণ মানুষের প্রয়োজন হবে না থানায় প্রবেশের। এর ফলে দু তরফেরই সংক্রমণের আশঙ্কা কমবে।
ব্যারাক সরানোর জায়গা না থাকলেও জনগণের স্বার্থে থানার বাইরে ডিউটি অফিস সরানোর বিষয়টিতে জোর দিয়েছে লালবাজার। আপাতত কলকাতার সব থানার ক্ষেত্রেই এই নির্দেশ বলবৎ হবে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
সরাতে হবে পুলিশ ব্যারাক, থানার বাইরেই ডিউটি অফিস, করোনা সংক্রমণ রুখতে পদক্ষেপ লালবাজারের
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
13 Aug 2020 03:00 PM (IST)
করোনা আবহে একেবারে সামনের সারিতে থেকে কাজ করছেন পুলিশকর্মীরা। সেই সঙ্গে ক্রমাগত সামনে আসছে পুলিশকর্মীদের আক্রান্ত হওয়া ও মৃত্যুর খবরও। এর আগেই সংক্রমণ রুখতে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কলকাতা পুলিশ কর্তৃপক্ষ। বিভিন্ন থানায় বসেছে স্যানিটাইজেশন টানেল, করা হচ্ছে স্বাস্থ্যপরীক্ষাও। এবার আরও কড়া পদক্ষেপ নিল লালবাজার।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -