নয়াদিল্লি: দীপাবলিতে আতসবাজি নিষিদ্ধ করা নিয়ে দেশজোড়া বিতর্কের মধ্যেই এবার নয়া প্রস্তাব দিলেন আরজেডি সুপ্রিমো লালুপ্রসাদ যাদবের বড় ছেলে তেজপ্রতাপ। তাঁর মন্তব্য, ‘শব্দবাজির ফলে দূষণ হয়। তাই বেলুন ফুলিয়ে ফাটানো উচিত। এর ফলে কোনও ক্ষতি হবে না।’


এবার দীপাবলির আগেই সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, দিল্লি ও ন্যাশনাল ক্যাপিটাল রিজিয়নে আতসবাজি বিক্রি করা যাবে না। পরিবেশ দূষণ রোধ করার উদ্দেশ্যেই এই নির্দেশ দেওয়া হয়েছে। আতসবাজি নিষিদ্ধ করার ফলে দূষণ কমছে কি না, সেটা দেখার নির্দেশ দিয়েছে আদালত। তবে অনেকেই এই নির্দেশের বিরুদ্ধে সরব। তাঁদের দাবি, আসতবাজি ছাড়া আলোর উৎসব পালন করা যায় না। তাছাড়া একদিন আতসবাজি নিষিদ্ধ করে দূষণ কমানো যাবে না।

বিভিন্ন মহল থেকে আবার সুপ্রিম কোর্টের এই নির্দেশকে হিন্দু-বিরোধী আখ্যাও দেওয়া হচ্ছে। ত্রিপুরার রাজ্যপাল তথাগত রায় বলেছেন, ‘ধর্মনিরপেক্ষ লোকজন বা তাদের সহযোগীরা ভোটব্যাঙ্কের রাজনীতি করছেন। সে কথা মাথায় রেখেই তাঁরা আতসবাজি নিষিদ্ধ করার কথা বলছেন।’ মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান বলেছেন, ‘পরিবেশ গুরুত্বপূর্ণ, তবে একইভাবে ঐতিহ্যও সমান গুরুত্বপূর্ণ। তাই আমরা চিরাচরিত প্রথা অনুযায়ী দীপাবলি পালন করব। শুধু আতসবাজি পরিবেশ দূষণ ঘটায় না। আমরা মাটির প্রদীপ জ্বালাব, তার সঙ্গে কিছু আতসবাজিও ফাটাব।’