পটনা: আজ হঠাৎ অসুস্থ হয়ে পড়ে হাসপাতালে ভর্তি হলেন পশুখাদ্য কেলেঙ্কারিতে সাজাপ্রাপ্ত লালুপ্রসাদ যাদব। তাঁর মাথা ঘুরছিল এবং শ্বাসকষ্ট ও অস্বস্তি হচ্ছিল। তাঁকে পটনার একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘণ্টাদুয়েক পরে ছাড়া পান তিনি। তাঁকে চিকিৎসার জন্য আগামী সপ্তাহে মুম্বই এবং তারপর বেঙ্গালুরু নিয়ে যাওয়া হবে বলে জানিয়েছেন পারিবারিক চিকিৎসক এস কে সিনহা।
ইন্দিরা গাঁধী ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেসের মেডিক্যাল সুপার মণীশ মন্ডল জানিয়েছেন, ‘বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী বাড়িতে মাথা ঘুরে পড়ে যান। সেই কারণেই তাঁকে এখানে ভর্তি করা হয়। তাঁর শ্বাসকষ্টের সমস্যা এবং অস্বস্তি ছিল। বিশেষজ্ঞ চিকিৎসকরা তাঁকে ভালভাবে পরীক্ষা করেন। তাঁর ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ এবং কিডনির সমস্যাও আছে। দু’ঘণ্টা পরে তাঁকে ছেড়ে দেওয়া হয়।’
পশুখাদ্য কেলেঙ্কারির তিনটি মামলায় দোষী সাব্যস্ত হওয়া লালুপ্রসাদ অসুস্থতার কারণে ৬ সপ্তাহের প্যারোলে মুক্তি পেয়েছেন। এরই মধ্যে তাঁর বড় ছেলে তেজপ্রতাপের বিয়ে হয়েছে। এরপরেই অসুস্থ হয়ে পড়লেন তিনি।
হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে লালু, আগামী সপ্তাহে চিকিৎসার জন্য যাচ্ছেন মুম্বই
Web Desk, ABP Ananda
Updated at:
19 May 2018 05:57 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -