অমৃতসর: ২০০৬-এ নিষিদ্ধ মাদক নিয়ে ঘোরার অপরাধে পঞ্জাবের আটারি রেল স্টেশনে ২০০৬-এ গ্রেফতার হন ফতিমা বিবি ও তাঁর বোন মুমতাজ। ১১ বছর এ দেশে কাটানোর পর অবশেষে দেশে ফেরার আশা দেখেছেন তাঁরা। সঙ্গে নিয়ে যাবেন ১০ বছরের মেয়েকে, অমৃতসর জেলে জন্ম হয়েছে যার।


পাকিস্তানের ওয়াজিরাবাদের বাসিন্দা ফতিমা ও তাঁর বোনকে গ্রেফতার করে অমৃতসর শুল্ক দফতর। তাঁরা দাবি করেন, উত্তরপ্রদেশে আত্মীয়দের সঙ্গে দেখা করতে এসেছেন এ দেশে। নিষিদ্ধ ড্রাগ রাখার কারণে ২ বোনের ১০ বছর জেল হয়, সঙ্গে মাথা পিছু ২ লাখ টাকা জরিমানা।

গ্রেফতারের সময় গর্ভবতী ছিলেন ফতিমা। দেলেই তাঁর মেয়ে হয়। সেই মেয়ে হেনার বয়স এখন ১০, জেলেই তার দিন কাটছে।

গত নভেম্বরে জেলের সাজা শেষ হয় ফতিমা-মুমতাজের। কিন্তু জরিমানা দিতে না পারায় আরও ২ বছর বাড়ে বন্দিজীবনের মেয়াদ। পাকিস্তানে ফতিমার স্বামীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানিয়ে দেন, অত টাকা দেওয়ার সাধ্য তাঁর নেই। তখন পাশে এসে দাঁড়ায় দুটি স্বেচ্ছাসেবী সংস্থা। জরিমানার টাকা মেটানোর জন্য তারা জেল কর্তৃপক্ষের সঙ্গে দেখা করার সিদ্ধান্ত নিয়েছে। তবে সমস্যা রয়েছে এখনও। হেনা যেহেতু এ দেশে জন্মেছে, তাই তার ট্রানজিট ভিসা চাই। আইনি জটিলতা মেটাতে দরকারে পাক দূতাবাসের সাহায্য চাইবে তারা।