আমদাবাদ: মানুষ-হত্যাকারী চিতাবাঘকে জ্যান্ত পুড়িয়ে মারল ক্রুদ্ধ গ্রামবাসীরা। ঘটনাস্থল গুজরাতের সুরাত।
সংবাদসংস্থা সূত্রে খবর, জেলার উমরপদ মহকুমার অন্তর্গত বাদী গ্রামে বুধবার সকালে হানা দেয় চিতাবাঘটি। সেই সময় প্রকৃতির ডাকে মাঠে গিয়েছিল ৮ বছরের নিকিতা বাসবা।
জানা যায়, চিতাবাঘটি তাকে টেনে নিয়ে যায় জঙ্গলে। পরে, প্রায় ৫০০ মিটার দূরে উদ্ধার হয় কিশোরীর ক্ষতবিক্ষত দেহ। খবর পেয়েই চিতাবাঘটির খোঁজ শুরু করে
চিতাবাঘ ধরার জন্য বন দফতরের আধিকারিকরা একটি ফাঁদও পাতে। তাতে কাজ দেয়। ওইদিন রাতেই ধরা পড়ে চিতাবাঘটি। তাকে খাঁচার মধ্যে রেখে দেওয়া হয়।
অভিযোগ, ক্রুদ্ধ গ্রামবাসীরা পরের দিন সকালে এসে খাঁচাটিকে আগুন ধরিয়ে দেয়। উপ-মুখ্য বন আরক্ষক জে এইচ রাঠোড় জানান, যে বন আধিকারিকরা খাঁচাটিকে পাহারা দিচ্ছিলেন, গ্রামবাসীরা এসে তাঁদের চলে যাওয়ার হুমকি দেন।
এই ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে রাজ্যের বন দফতর।
কিশোরীকে মারার 'বদলা', খাঁচা সমেত আটক চিতাবাঘকে জ্যান্ত পুড়িয়ে মারল গ্রামবাসীরা
Web Desk, ABP Ananda
Updated at:
04 Nov 2016 09:11 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -