নয়াদিল্লি: শুধুমাত্র রূপান্তরকামীরাই তৃতীয় লিঙ্গের স্বীকৃতি পাবেন বলে জানিয়ে দিল সুপ্রিম কোর্ট। তৃতীয় লিঙ্গের তালিকায় পড়বেন না সমকামী পুরুষ, মহিলা ও উভকামীরা, বলল বিচারপতি এ কে সিকরির নেতৃত্বাধীন শীর্ষ আদালতের বেঞ্চ।
২০১৪ সালেই রূপান্তরকামী বা বৃহন্নলাদের তৃতীয় লিঙ্গের মর্যাদা দেওয়া হয়েছিল সুপ্রিম কোর্টের রায়ে। বিভিন্ন ক্ষেত্রে আবেদনপত্রে তাঁদের কথা মাথায় রেখে তৃতীয় লিঙ্গের পৃথক কলাম রাখতে হবে কেন্দ্রীয় সরকারকে, এও নির্দেশ দেয় সুপ্রিম কোর্ট। সামাজিক ভাবে পশ্চাত্পদ সম্প্রদায়ের জন্য বরাদ্দ সংরক্ষণ থেকে রূপান্তরকামীদের সুযোগ দিতে হবে বলেও সরকারকে জানিয়ে দেয় তারা।
তবে ২০১৪-র সেই রায়ে সংশোধন চেয়ে পিটিশন পেশ হয়েছে সুপ্রিম কোর্টে। কেন্দ্রের অভিমত, ওই রায়েই একটি অনুচ্ছেদে রূপান্তরকামীদের পাশাপাশি তৃতীয় লিঙ্গ হিসাবে উল্লেখ করা হয়েছে সমকামী, উভকামীদেরও। সে কারণেই সুপ্রিম কোর্টের ২০১৪-র দেওয়া রায় বাস্তবায়িত করা যায়নি। কারা তৃতীয় লিঙ্গের মধ্যে পড়েন, তা স্পষ্ট জানতে হবে। কিন্তু আজ বিচারপতি সিকরির বেঞ্চ জানিয়ে দেয়, বিভ্রান্তির কোনও অবকাশই নেই। কারণ আগের রায়েই স্পষ্ট বলে দেওয়া হয়েছে, পুরুষ-মহিলা সমকামী ও উভকামীরা তৃতীয় লিঙ্গের তালিকায় পড়েন না।
এদিন রূপান্তরকামীদের হয়ে সওয়াল করে প্রথম সারির আইনজীবী আনন্দ গ্রোভার কেন্দ্রকে দোষারোপ করে বলেন, সংশোধন চাওয়ার অছিলায় গত ২ বছর ধরে রায় কার্যকর করতে গড়িমসি করেছে তারা। দেরি করিয়ে দিয়েছে।
তখন অতিরিক্ত সলিসিটর জেনারেল মনিন্দর সিংহের উদ্দেশ্যে বেঞ্চ প্রশ্ন করে, তাহলে আমাদের নির্দেশ পালনে বিলম্বের জন্য সরকারকে জরিমানা করা যায় না? তবে শেষ পর্যন্ত কোনও জরিমানা না চাপিয়েই সরকারের আর্জিটি নাকচ করে দেয় সর্বোচ্চ আদালত।
রূপান্তরকামীরাই তৃতীয় লিঙ্গ, সমকামী, উভকামীরা নন, জানিয়ে দিল সুপ্রিম কোর্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
30 Jun 2016 02:34 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -