নয়াদিল্লি: ক্যাশলেস সোসাইটি নির্মাণ এই মুহূর্তে সম্ভব নয়। কিন্তু সমাজে নোটের ব্যবহার কমানো অবশ্যই সম্ভব। ‘মন কী বাত’-এ জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাধারণ মানুষের কাছে তাঁর আবেদন, ডিজিটাল অর্থনীতি কীভাবে কাজ করে, শিখুন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট আর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের সুবিধে কী কী ভাবে নেওয়া যায়, তাও শিখে নিন। ফোনের মাধ্যমে কীভাবে ব্যাঙ্কের কাজকর্ম সম্ভব জানুন। জেনে নিন, নোটের ব্যবহার ছাড়াই কীভাবে ব্যবসা করা যায়।
প্রধানমন্ত্রী জানিয়েছেন, এবারের ‘মন কী বাত’-এ নোট বাতিল নিয়ে বক্তব্য রাখার জন্য তাঁর কাছে প্রচুর আবেদন জমা পড়ে। সেইমতো এবারের রেডিও বার্তায় মূলত তিনি কথা বলেন নোট বাতিলের কারণ ও সরকারের চূড়ান্ত লক্ষ্য নিয়ে। তিনি জানান, নোট বাতিলের ফলে সাধারণ মানুষের অসুবিধে সম্পর্কে ওয়াকিবহাল কেন্দ্র। কিন্তু ৭০ বছর ধরে যে সমস্যা দেশকে কুরে কুরে খেয়েছে, তার চিকিৎসা যে সহজ হবে না, তা অনুমেয়। যাবতীয় সমস্যা হাসিমুখে মেনে নেওয়ার জন্য মানুষকে ধন্যবাদ দিয়েছেন তিনি। একইসঙ্গে কালো টাকার কারবারিদের তাঁর হুঁশিয়ারি, কালো টাকা সাদা করার জন্য গরিব মানুষের অ্যাকাউন্ট যেন কোনওভাবেই না ব্যবহার করা হয়। এ ধরনের লেনদেনে সরকারের নজর রয়েছে।
৫০দিনের মধ্যে স্বাভাবিক পরিস্থিতি ফিরে আসবে বলে ফের সবাইকে আশ্বস্ত করেছেন প্রধানমন্ত্রী। একইসঙ্গে বলেছেন, ডিজিটাল ইকনমির পথে হাঁটার জন্য তাঁর সবথেকে বড় ভরসা তরুণরা। তরুণ সমাজের প্রতি তাঁর আহ্বান, বাবা, মা কিংবা দাদা হয়তো অনলাইন লেনদেনের কথা জানেন না। তাঁদের এ ব্যাপারে ওয়াকিবহাল করার জন্য অল্পবয়সিরা উদ্যোগ নিন। বয়স্করা না জানলেও অপেক্ষাকৃত কমবয়সিরা জানেন, কীভাবে অনলাইনে ট্রেনের টিকিট কাটা যায়, জিনিসপত্র কেনা যায়। শুধু বাড়ির লোক নন, পাড়ায় যাঁরা ছোটখাটো ব্যবসা চালান, তাঁদেরও এ ব্যাপারে ওয়াকিবহাল করা যেতে পারে।
একইসঙ্গে দেশবাসীর প্রতি তাঁর বক্তব্য, কার্ডের মাধ্যমে পেমেন্ট ও অনলাইন পেমেন্ট দ্রুত শেখার চেষ্টা করুন। দেখুন শপিং মলে কীভাবে লেনদেন হয়। তাঁর মতে, ক্যাশলেস অর্থনীতি নিরাপদ, কারণ তা স্বচ্ছ। ভারতকে দ্রুত ডিজিটাল অর্থনীতির পথে নিয়ে যেতে হলে সকলকে নেতৃত্ব দিতে হবে বলে মন্তব্য করেছেন তিনি।
সরকারের মূল লক্ষ্য ‘ক্যাশলেস সোসাইটি’, ‘মন কী বাত’-এ জানালেন প্রধানমন্ত্রী
ABP Ananda, Web Desk
Updated at:
27 Nov 2016 12:29 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -