জয়পুর: সীমান্ত রক্ষা করতে গিয়ে সামরিক, আধাসামরিক জওয়ানদের বলিদানের কাহিনি শীঘ্রই পাঠ্যবইয়ে স্থান পাবে রাজস্থানে। রাজ্যের কংগ্রেস সরকার আগামী শিক্ষাবর্ষ থেকে বীর, সাহসী জওয়ানদের কাহিনি স্কুলের সিলেবাসে ঢোকানোর ভাবনাচিন্তা করছে। রাজস্থানের শিক্ষামন্ত্রী গোবিন্দ সিংহ দোস্তাসারা জানিয়েছেন, প্রথম থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পাঠ্যবইয়ে জওয়ানদের বীরত্ল, বলিদানের কাহিনি অন্তর্ভুক্ত করতে বলা হয়েছে সিলেবাস কমিটিগুলিকে।
সংবাদ সংস্থাকে তিনি বলেছেন, জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় সন্ত্রাসবাদী হামলায় জওয়ানদের আত্মত্যাগকে অনুপ্রেরণা হিসাবে গণ্য করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে, তাঁদের কথা স্কুলের বইয়ে রাখা হবে। এতে পড়ুয়াদের মনে জওয়ানদের প্রতি শ্রদ্ধাবোধ তৈরি হবে, দেশপ্রেমের অনুভূতি জোরদার হবে।
ক্লাস ওয়ান থেকে এইট ও নবম থেকে বারো ক্লাস পর্যন্ত সিলেবাস তৈরির কমিটিগুলি কী ধরনের বিষয়বস্তু বইয়ে রাখা হবে, তা ঠিক করে ২০ ফেব্রুয়ারির মধ্যে রিপোর্ট পেশ করব বলে জানান তিনি। প্রয়োজনে রিপোর্ট জমা দেওয়ার সময়সীমা বাড়ানো হতে পারে বলেও জানান দোস্তাসারা।