নয়াদিল্লি: যেসমস্ত গ্রাহক জুলাই ২০১৪ থেকে অগাস্ট ২০১৫ সালের মধ্যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলেছেন, তাঁরা যেন আগামী ৩০ এপ্রিলের মধ্যে অবিলম্বে নিজের কেওয়াইসি জমা দেন। এছাড়া নিজের অ্যাকাউন্ট নম্বরটি আধারের সঙ্গে যুক্ত করিয়ে নিন, নির্দেশ আয়কর দফতরের। এরপর সেই তথ্যগুলি সেল্ফ সার্টিফাই করতে হবে এফএটিসিএ (ফরেন ট্যাক্স কমপ্লায়েন্স অ্যাক্ট) আইন অনুযায়ী।
সূত্রের খবর, আয়কর দফতরের তরফে নির্দেশিত তারিখের মধ্যে যদি গ্রাহকরা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বরকে আধারের সঙ্গে লিঙ্ক করতে না পারেন এবং সেল্ফ সার্টিফিকেশন জমা না দেন, তাহলে ব্যাঙ্ক কর্তৃপক্ষ সেই গ্রাহকের অ্যাকাউন্ট ব্লক করে দিতে পারে। এরপর সমস্ত জরুরি তথ্য দিয়ে ফের অ্যাকাউন্টটিকে সচল করতে পারবেন গ্রাহকরা। তবে যে অ্যাকাউন্টগুলো এফএটিসিএ-র অন্তর্গত, তাদের ওপরই আয়কর দফতরের এই নিয়ম লাগু হবে।
প্রসঙ্গত, জুলাই ২০১৫-এ ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে কর সংক্রান্ত তথ্য আদান প্রদানের বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর হয়। সেখানে বলা হয়, এফএটিসিএ অ্যাক্টের অধীনে যে সমস্ত অ্যাকাউন্ট রয়েছে, সেখানকার গ্রাহকরা কেউ যদি কর ফাঁকি দেওয়ার চেষ্টা করেন, তাহলে তাঁদের বিরুদ্ধে কড়া পদক্ষেপ গ্রহণ করতে পারে দুদেশের সরকার।
এরপরই আয়কর দফতর সিদ্ধান্ত নেয়, উল্লেখিত তারিখের মধ্যে এই সংক্রান্ত অ্যাকাউন্টধারী গ্রাহকরা যদি সেল্ফ সার্টিফিকেশন জমা দিতে না পারেন, তাহলে ওই অ্যাকাউন্ট ব্লক করা হবে।
আয়কর নির্দেশ, ৩০ এপ্রিলের মধ্যে আধারের সঙ্গে যুক্ত করুন, নয়ত ব্লক হতে পারে বিশেষ কিছু ব্যাঙ্ক অ্যাকাউন্ট
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
12 Apr 2017 01:21 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -