একটা ট্যুইটের মাধ্যমে তো তিনি রুশ পুত্রবধূ ও ভারতীয় শাশুড়ির ঝগড়াও মিটিয়ে দিয়েছিলেন। আবার একজন তো তাঁর রেফ্রিজারেটরের সমস্যা নিয়েও মন্ত্রীর দ্বারস্থ হয়েছিলেন। কাউকেই নিরাশ করেননি সুষমা।
এবার এক ব্যক্তি তাঁর ছোট্ট মেয়ের সুষমা স্বরাজের মতো পোশাক পরা ছবি টুইট করেন। একটি ফ্যান্সি ড্রেস প্রতিযোগিতায় এই পোশাক পরেছিল মেয়েটি।
এই ছবিও নজর এড়ায়নি ব্যস্ত সুষমার। ট্যুইটের জবাবে ওই ব্যক্তিকে মন্ত্রী লেখেন, আপনার মেয়ের জ্যাকেটটা আমার খুব পছন্দ হয়েছে।
মন্ত্রীর জবাব পেয়ে আপ্লুত ওই ব্যক্তি ও তাঁর মেয়ে।