নয়াদিল্লি: দিল্লির ব্রার স্কোয়ারে রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান হল দেশের বয়স্কতম সেনা অফিসার, সদ্য প্রয়াত মার্শাল অফ দ্য এয়ার ফোর্স অর্জন সিংহের। ৯৮ বছরের এই সেনানায়কের সম্মানে দিল্লির সব সরকারি অফিসে জাতীয় পতাকা আজ অর্ধনমিত রয়েছে। ছিলেন সেনা, বায়ুসেনা ও নৌসেনা প্রধানরা। ছিলেন প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন।




২১ তোপধ্বনির মধ্য দিয়ে বিদায় জানানো হয় তাঁকে। সেলাম জানানো হয় আকাশ থেকেও।





১৯৬৫-র ভারত-পাক যুদ্ধের নায়ক অর্জন সিংহ একমাত্র বায়ুসেনা অফিসার যিনি ফাইভ স্টার র‍্যাঙ্ক পেয়েছিলেন। সেই যুদ্ধর পর তাঁকে দেওয়া হয় পদ্মবিভূষণ পুরস্কার। তাঁর পরিচালনায় বিশ্বের চতুর্থ বৃহত্তম বায়ুসেনার মর্যাদা পায় ভারতীয় বায়ুসেনা।

১৫ এপ্রিল, ১৯১৯-এ অর্জনের জন্ম পঞ্জাবের লয়ালপুরে। ১৯৩৮-এ ১৯ বছর বয়সে তিনি যোগ দেন রয়্যাল এয়ারফোর্স কলেজে। ১৯৪৪-এ হন স্কোয়াড্রন লিডার। আরাকানে জাপানিদের বিরুদ্ধে যুদ্ধ করেন তিনি। ১৯৪৭-এ স্বাধীনতা দিবসে লালকেল্লার ওপর দিয়ে বায়ুসেনা ফ্লাইপাস্টের নেতৃত্ব দেন।

১৯৬৫-তে অর্জন সিংহ ভারতীয় বায়ুসেনা প্রধান পদে উন্নীত হন। অবসরের পর ১৯৭১-এ সুইজারল্যান্ডে ভারতের রাষ্ট্রদূত করে পাঠানো হয় তাঁকে। হন ভ্যাটিকানে নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত। ২০০২-এ তাঁকে মার্শাল পদে ভূষিত করে বায়ুসেনা।