নয়াদিল্লি: নোট বাতিলের পর কোনও ব্যক্তি যদি ২ লক্ষ টাকা বা তার বেশি পরিমাণ অর্থ পুরনো নোটে ঋণ বা ক্রেডিট কার্ডের বিল মেটাতে ব্যাঙ্কে দিয়ে থাকেন, তাহলে সেই তথ্য আয়কর রিটার্নের নতুন ফর্মে দেখাতে হবে।
আয়কর দফতরের জারি করা একটি নির্দেশিকায় বলা হয়েছে, ২০১৬-১৭ অর্থবর্ষের জন্য আয়কর রিটার্ন জমা দেওয়ার ফর্মে কিছু বদল করা হয়েছে।
সেখানে, আয় ঘোষণা, প্রদত্ত কর এবং ছাড়ের দাবি ছাড়াও একটি পৃথক কলাম করা হয়েছে। সেখানে ২০১৬ সালের ৯ নভেম্বর থেকে ৩০ ডিসেম্বর পর্যন্ত ঋণ মেটাতে বা ক্রেডিট কার্ডের মেটানোর জন্য কেউ ব্যাঙ্ক অ্যাকাউন্টে পুরনো নোটে ২ লক্ষের বেশি জমা করে থাকেন, তাহলে তা উল্লেখ করতে হবে।
আয়কর দফতরের এক কর্তা জানান, এর ফলে সংশ্লিষ্ট ব্যক্তির প্রকৃত আয়ের সঙ্গে বাতিল নোট জমা দেওয়ার পরিমাণ খতিয়ে দেখা হবে। কারণ, ক্রেডিট কার্ড বা ব্যাঙ্ক ঋণ—সবই প্যান কার্ডের সঙ্গে যুক্ত। এতে করে, কালো টাকার হদিশ পাওয়া সম্ভব হবে।