শ্রীনগর: মুসলিম-পন্ডিত ভ্রাতৃত্বের আরও এক নজির তৈরি হল অশান্ত কাশ্মীরে। কার্ফু অগ্রাহ্য করে কাশ্মীরী পন্ডিত মহিলার শেষকৃত্যে এগিয়ে এলেন শ্রীনগরের স্থানীয় মুসলিমরা। নয়ের দশকে যখন সন্ত্রাসবাদের আতঙ্কে পন্ডিত সম্প্রদায়ের মধ্যে দলে দলে কাশ্মীর উপত্যকা ছাড়ার ঢল নেমেছিল, তখন ব্যতিক্রম ছিল দীপক মালহোত্রার পরিবার। তাঁরা সেখানেই থেকে গিয়েছিলেন।
শনিবার সকালে মারা যান দীপকের মা। কিন্তু নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে হিজবুল মুজাহিদিন কমান্ডার বুরহান ওয়ানির মৃত্যুর জেরে গত শনিবার থেকে কার্ফু, হরতালে স্তব্ধ হয়ে রয়েছে উপত্যকার স্বাভাবিক জনজীবন। জনৈক পুলিশ অফিসার জানান, এই অবস্থায় মহারাজ গুঞ্জ এলাকার শেখ মহল্লার বাসিন্দারা দীপকের মায়ের শেষকৃত্যে ছুটে আসেন, তাঁদের পাশে দাঁড়ান। দীপকের মায়ের দেহ কাঁধে তুলে অন্ত্যোষ্ঠিস্থলে নিয়ে যান তাঁরাই। নির্বিঘ্নে শেষকৃত্য সম্পন্ন হয়।
কার্ফু উপেক্ষা করে কাশ্মীরী পন্ডিত মহিলার শেষকৃত্যে স্থানীয়রা
web desk, ABP Ananda
Updated at:
16 Jul 2016 03:51 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -