নয়াদিল্লি: করোনা অতিমারির কবল থেকে সহজে মুক্তির উপায় নেই বলে জানালেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) প্রতিনিধি ডক্টর ডেভিড নাভারো। তবে ভারত সঠিক সময়ে লকডাউন করে দূরদর্শিতার পরিচয় দিয়েছে বলেও জানালেন তিনি।


একটি সাক্ষাৎকারে নাভারো বলেছেন, ‘এই রোগ নিয়ে আগাম সতর্কতা না নিলে দ্রুত ছড়িয়ে পড়ে এবং তখন সেটা প্রতিরোধ করা ভীষণ কঠিন হয়ে দাঁড়ায়। তাই যে সমস্ত দেশ রোগটা ব্যাপক হারে ছড়িয়ে পড়ার আগেই সরকারের উদ্যোগে ব্যবস্থা নিতে পেরেছে, সেই সমস্ত দেশ নিয়ে আমরা আশাবাদী। গোষ্ঠী সংক্রমণ ঠেকানোর একমাত্র উপায় লকডাউন।’

এরপরই হু-র করোনা সংক্রান্ত প্রতিনিধি প্রশংসা করেছেন ভারতের। বলেছেন, ‘ভারতে খুব সামান্য সংখ্যক আক্রান্তের খবর প্রকাশ্যে আসতেই লকডাউন করা হয়েছে। এটা ভীষণ দূরদৃষ্টিসম্পন্ন সিদ্ধান্ত। কারণ এতে করে ভারতীয়রা বুঝে গিয়েছে এই প্রবল পরাক্রমশালী শত্রুকে নির্মূল কীভাবে করতে হবে। এতে গোষ্ঠী সংক্রমণ প্রতিহত করাও সম্ভব হবে। পাশাপাশি স্থানীয়ভাবে প্রস্তুতির সময় পাওয়া যাবে।’

নাভারো আরও বলেছেন, ‘জীবন যেভাবে থমকে গিয়েছে, তাতে অনেক বিতর্ক ও সমালোচনা চলতে পারে। হতাশা আসাটা স্বাভাবিক। তবে এটা সরকারের খুব সাহসী সিদ্ধান্ত। দিন আনি দিন খাই দরিদ্ররা সমস্যায় পড়েছেন। এটা তাঁদের বিরাট বড় একটা ত্যাগ। তিন-চার সপ্তাহ অপেক্ষা করার চেয়ে এখনই পদক্ষেপ করাটা ভীষণই সাহসী সিদ্ধান্ত।’

এ ব্যাপারে ইউরোপের বিভিন্ন দেশ ও আমেরিকার চেয়ে ভারতকে এগিয়েই রেখেছেন। নাভারো বলেছেন, ‘এরকম সঙ্কটের মুহূর্তে তুলনা করাটা ঠিক নয়। তবে হ্যাঁ, কিছু দেশের কাছে আরও ইতিবাচক ও দ্রুত পদক্ষেপ প্রত্যাশিত ছিল।’