নয়াদিল্লি: ফের রাফালে যুদ্ধবিমানের চুক্তি নিয়ে কেন্দ্রীয় সরকারের উদ্দেশে তোপ দাগলেন কংগ্রেস সভাপতি রাহুল গাঁধী। তাঁর অভিযোগ, এই চুক্তির ফলে ৩৬,০০০ কোটি টাকা ক্ষতি হয়েছে। এ বিষয়ে প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারমন মিথ্যা বলছেন বলেও অভিযোগ রাহুলের। তাঁর দাবি, রাফালে যুদ্ধবিমানের দাম প্রকাশ করে প্রতিরক্ষামন্ত্রীর মিথ্যা প্রকাশ করে দিয়েছে ফ্রান্সের নির্মাতা সংস্থা দাসল্ট অ্যাভিয়েশন।



ট্যুইটারে রাহুল দাবি করেছেন, মনমোহন সিংহের নেতৃত্বাধীন ইউপিএ সরকার প্রতিটি রাফালে যুদ্ধবিমানের জন্য ৫৭০ কোটি টাকা করে দেবে বলে চুক্তি করেছিল। কিন্তু নরেন্দ্র মোদী সরকার প্রতিটি রাফালের জন্য ১,৬৭০ কোটি টাকা করে দেবে বলে চুক্তি করেছে। কাতার সেখানে প্রতিটি রাফালের জন্য ১,৩১৯ কোটি টাকা দেওয়ার চুক্তি করেছে। ফলে ভারতের প্রতিটি যুদ্ধবিমানের জন্য ১,১০০ কোটি টাকা করে ক্ষতি হচ্ছে। মোট ক্ষতির পরিমাণ ৩৬,০০০ কোটি টাকা। সেনাবাহিনী যখন আর্থিক দাবি জানাচ্ছে, তখন ভারতের প্রতিরক্ষা বাজেটের ১০ শতাংশ অর্থ ক্ষতি করছে কেন্দ্র।