কোট্টায়ম (কেরল): ২৭ নভেম্বর সুপ্রিম কোর্টে হাজিরা দেওয়ার আগে লাভ জিহাদ সংক্রান্ত মামলায় কেরলের মেয়ে হাদিয়া জানিয়ে দিল, সে তার স্বামীর সঙ্গেই থাকতে চায়। দিল্লির বিমান ধরার জন্য আজ সে স্থানীয় এয়ারপোর্টে পা দিতেই ছেঁকে ধরে মিডিয়া। হাদিয়ার বাবা-মা দ্রুত তাকে সরিয়ে নিয়ে যান। তার ফাঁকেই সে বলে, আমি মুসলিম। আমায় ধর্ম বদলাতে চাপ দেওয়া হয়নি। স্বামীর কাছে যেতে চাই আমি।
ইসলাম গ্রহণ করে হিন্দু থেকে মুসলিম হওয়া মেয়েটি শাফিন জাহান নামে ভিনধর্মী প্রেমিককে বিয়ে করে বিতর্কের কেন্দ্রে রয়েছে। অভিযোগ, জাহানকে প্রেমিক হিসাবে খাড়া করে হাদিয়াকে সিরিয়ায় আইসিস-এর অভিযানের জন্য রিক্রুট করা হয়েছে। তাদের বিয়ের বিষয়টি এনআইএ পর্যন্ত গিয়েছে।
জাতীয় তদন্তকারী সংস্থার দাবি, ওকে প্রেমের ফাঁদে জড়িয়ে মগজ ধোলাই করে ধর্মান্তকরণ করা হয়েছে। হতে পারে, বিয়েতে সায় দেওয়ার ব্যাপারে মানসিক ভাবে পরিণতই হয়নি সে। তার বাবা এ এম অশোকনেরও দাবি, হাদিয়ার মগজ ধোলাই করা হয়েছে। এই প্রেক্ষাপটেই প্রধান বিচারপতি দীপক মিশ্র, বিচারপতি এ এম খানবিলকর ও বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়কে নিয়ে গঠিত সুপ্রিম কোর্টের বেঞ্চ হাদিয়ার বাবার কৌঁসুলি শ্যাম দিওয়ানকে নির্দেশ দেয়, মেয়েটি নিজের ইচ্ছায় বিয়ে করেছে কিনা, সে ব্যাপারে নিশ্চিত হতে তাকে তাঁদের সামনে হাজির করতে হবে।
এনআইএ-র তরফে বেঞ্চে দাবি করা হয়, কেরলে একটি সংগঠিত চক্রই সক্রিয় যারা সমাজে মৌলবাদী ভাবাদর্শ ছড়াচ্ছে, মগজ ধোলাই করছে। হাদিয়ার বিয়ের মতো ৮৯টি একই ধরনের ঘটনার খবর রাজ্য থেকে এসেছে।
দিওয়ানও দাবি করেন, শাফিন জাহান মৌলবাদী, কেরলে মৌলবাদ ছড়ানোয় জড়িত পপুলার ফ্রন্ট অব ইন্ডিয়ার মতো বেশ কিছু সংগঠন। শাফিনের আইনজীবী কপিল সিবাল এর বিরোধিতা করেন।
সু্প্রিম কোর্ট গত ১৬ আগস্ট হাদিয়ার বিতর্কিত ধর্ম বদল ও মুসলিম প্রেমিককে বিয়ের তদন্ত করতে বলে এনআইএ-কে। ২০ সেপ্টেম্বর সেই নির্দেশ প্রত্যাহারের আবেদন করেন শাফিন। কেরল হাইকোর্ট তাদের বিয়ে বাতিল করে দিয়েছিল। শাফিনের দাবি, এটা এ দেশের মেয়েদের স্বাধীনতার অপমান।