লখনউ: গর্ভাবস্থায় মহিলাদের কী ধরনের পোশাক পরা উচিত, কী ধরনের খাওয়া উচিত, এমনকি আচার আচারণের ক্ষেত্রেও কোনটা মানা উচিত, এইসব বিষয় নিয়েই একটি সার্টিফিকেট কোর্স চালু করছে উত্তরপ্রদেশের লখনউ বিশ্ববিদ্যালয়। নাম ‘গর্ভ সংস্কার’। ভারতে লখনউ বিশ্ববিদ্যালয়ই প্রথম যারা এই ধরনের পাঠক্রম চালু করতে চলেছে। বিশ্ববিদ্যালয়ের তরফে জানানো হয়েছে আগামী শিক্ষাবর্ষ থেকে এই বিশেষ পাঠক্রম চালু হবে এবং মহিলা পুরুষ উভয়ই এতে সামিল হতে পারবেন।


লখনউ বিশ্ববিদ্যালয়ের মুখপাত্র দুর্গেশ শ্রীবাস্তব সংবাদসংস্থাকে জানিয়েছেন, “রাজ্যপাল আনন্দীবেন পটেলের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আচার্য হিসেবে তিনি প্রশাসনকে পরামর্শ দেন মায়ের ভূমিকা শেখাতে মেয়েদের জন্য বিশেষ প্রশিক্ষণের বন্দোবস্ত করতে।” তাঁর কথায় জার্মানিতে এই ধরনের কোর্স করানো হয়।


মহাভারতে অর্জুন পুত্র অভিমুন্য মায়ের গর্ভ থেকেই যুদ্ধবিদ্যা অর্জন করেছিল। গর্ভাবস্থায় চক্রবূহ্যের কথা শুনেছিলেন সুভদ্রা। তাঁর শ্রবনেন্দ্রীয় হয়েই তা পৌঁছে যায় অভিমুন্যের কানে। এই প্রক্রিয়াতেই মায়ের গর্ভে  থেকেও যুদ্ধবিদ্যার পাঠ পেয়ে যায় অর্জুন পুত্র। ‘গর্ভ সংস্কার’ নামের কোর্স প্রসঙ্গে মহাভারতে বর্ণিত এই ঘটনার কথাও উল্লেখ করেন তিনি।


দুর্গেশ শ্রীবাস্তব আরও জানিয়েছেন, “একটি বিশেষ পাঠ্যক্রম তৈরি করা হবে যেখানে পড়ুয়াদের ১৬ রকমের মূল্যবোধ সম্পর্কে পড়ানো হবে। এই বিশেষ কোর্সের প্রধান উদ্দেশ্য হল পরিবার পরিকল্পনা এবং গর্ভবতী মহিলাদের জন্য পুষ্টি কতটা প্রয়োজন তা বোঝানো। এই কোর্সে শিক্ষার্থীদের জন্য বিভিন্ন ধরনের কর্মশালারও  আয়োজন করা হবে।”


লখনউ বিশ্ববিদ্যালয়ের এই নতুন কোর্সকে স্বাগত জানিয়েছেন চিকিৎসকরাও। বর্তমান সময়ে এমন কোর্স যুগোপযোগী, মত একাধিক স্ত্রীরোগ বিশেষজ্ঞদেরও।