লুধিয়ানা: ১৬ বছরের এক কিশোরীকে গণধর্ষণের দায়ে ৪ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে লুধিয়ানা পুলিশ। ৪ জনেই পলাতক।
অভিযোগকারিণী পেশায় বিউটিশিয়ান। তিনি পুলিশকে জানিয়েছেন, অপরাধীরা তাঁর পরিচিত। ধর্ষণের পর জলন্ধর বাইপাসের কাছে এক নির্জন জায়গায় তাঁকে ফেলে চলে যায় তারা।
অভিযুক্তদের নাম বলবিন্দর সিংহ, কুলবন্ত সিংহ ওরফে বাবা, জাসসি ও হরদীপ সিংহ। এদের বিরুদ্ধে গণধর্ষণ, অপরাধের উদ্দেশ্যে ষড়যন্ত্র ও অপ্রাপ্তবয়স্কদের ওপর যৌন নির্যাতনের অভিযোগে পকসো আইনে মামলা রুজু হয়েছে।
অভিযোগকারিণীর বক্তব্য, ৫ তারিখ বাবা মা বাড়ি না থাকায় একাই ছিলেন তিনি। সে সময় অভিযুক্তরা তাঁর বাড়িতে আসে। তাদের সঙ্গে ছিল এক মহিলা, সে মেয়েটিকে বলে, কনে সাজানোর জন্য বিউটিশিয়ানের খোঁজ করছে তারা। যেহেতু তিনি অভিযুক্তদের আগে থেকে চিনতেন, তাই কোনও সন্দেহ না করে বেরিয়ে যান তাদের সঙ্গে।
কিন্তু তাঁকে গাড়িতে তুলে চলন্ত গাড়ির মধ্যে একে একে ধর্ষণ করা হয় বলে অভিযোগ। জলন্ধর বাইপাস থেকে থ্রি হুই লার ধরে বস্তি যোধেওয়ালে এক বন্ধুর বাড়ি যান তিনি। অপরাধীরা হুমকি দেওয়ায় প্রথমে কাউকে কিছু বলেননি। শুক্রবার বাবা মায়ের কাছে খুলে বলেন সব কিছু। এরপরই তাঁরা পুলিশে অভিযোগ করেন।
মেয়েটি জাতে দলিত, তাঁর অভিযোগ, অপরাধীরা তাঁর জাত তুলে আপত্তিকর মন্তব্য করে।
যে মহিলা অভিযুক্তদের সঙ্গে ছিল তার নাম মণি। সে এক অভিযুক্তের স্ত্রী, তার বিরুদ্ধেও অভিযোগ রুজু হয়েছে।
লুধিয়ানায় চলন্ত গাড়িতে বিউটিশিয়ানকে গণধর্ষণ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Feb 2018 11:15 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -