লুধিয়ানা: পঞ্জাবে জয়ের ধারা অব্যাহত কংগ্রেসের। এবার বিজেপি-শিরোমণি অকালি দল (এসএডি) জোটের হাত থেকে লুধিয়ান পুরসভা ছিনিয়ে নিল রাজ্যের শাসক দল। লুধিয়ানা পুরসভার নির্বাচনে কংগ্রেস জিতেছে ৬২ ওয়ার্ডে। অন্যদিকে, বিজেপি-এসএডি জোটের আসন সংখ্যা কমে হয়েছে মাত্র ২১। আসন সংখ্যার বিচারে এসএডি দ্বিতীয় (১১ আসন) ও বিজেপি তৃতীয় স্থান (১০ আসন) পেয়েছে।আম আদমি পার্টি জিতেছে একটি আসনে।
গত শনিবার লুধিয়ানা পুরসভার ৯৫ আসনের ভোটগ্রহণ করা হয়। ভোটের দিন বুথ দখলের অভিযোগ ঘিরে কংগ্রেস ও বিরোধী দলগুলির কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনাও ঘটে।
ভুয়ো ভোট ও বুথ দখলের অভিযোগে রাজ্য নির্বাচন কমিশন একটি ওয়ার্ডের দুটি বুথে ফের ভোটের নির্দেশ দিয়েছিল। সোমবার ওই ভোটগ্রহণ হয়।
৬২ ওয়ার্ডে জিতে লুধিয়ানা পুরসভা ছিনিয়ে নিল কংগ্রেস, বিজেপি জোটের আসন কমে ২১
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Feb 2018 04:07 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -