লুধিয়ানা:  লুধিয়ানার ডিস্ট্রিক্ট সার্ভিস লিগাল অথোরিটি বৃহস্পতিবার লুধিয়ানার ডুগরির সিআরপিএফ কোয়ার্টার থেকে এক ৫০ বছরের মহিলা ও তাঁর সাত বছরের ছেলেকে উদ্ধার করল। গত এক বছর ধরে তাঁদের একটি ঘরে বন্দি করে রেখেছে মহিলারই সৎ ছেলে। বন্দি মহিলার নাম সুধা।

এলাকার স্থানীয় বাসিন্দাদের থেকে অভিযোগ পেয়ে গতকাল ওই বাড়িতে তল্লাশি চালায় লুধিয়ানার এক সিভিল সার্জেন, মনোবিদ এবং আইনজীবী। ঘরে ঢুকে সুধাকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করে উদ্ধারকারী দলের কর্মীরা। সেখানে শুয়ে ওই মহিলা থরথর করে কাঁপছিলেন। ঘরের মধ্যে মহিলার চার পাশে পড়েছিল প্রস্রাব ও মল। মহিলা নিজের পায়ে দাঁড়ানোর ক্ষমতা পর্যন্ত হারিয়ে ফেলেছে। এমনকি হামাগুরি দিয়েও এগিয়ে যাওয়ার ক্ষমতা নেই তাঁর।

যেখানে মহিলা বন্দি ছিলেন, তার পাশের একটি ঘরে বন্দি ছিল তার সাত বছরের ছেলেও। বাচ্চাটিরও চারপাশে মলমূত্র পড়ে থাকতে দেখা গিয়েছে। মৃত প্রায় অবস্থা হয়েছে শিশুটির। দীর্ঘদিন খাবার-জল কিছুই পায়নি । এতটা ওজন কমে গিয়েছে যে বাচ্চাটিও হাঁটার ক্ষমতা হারিয়ে ফেলেছেন।

গত বছর সুধার স্বামী, যিনি পিডব্লুডির কর্মী ছিলেন মারা যান। তারপর থেকেই মহিলার জীবনের দুঃসময় শুরু। মহিলা মানসিকভাবেও সুস্থ নন বলে জানা গিয়েছে। সেই কারণে, প্রতিবেশীরা প্রথমে খাবার দিয়ে সাহায্য করলেও, পরে সাহায্য করা বন্ধ করে দেন। মহিলা একাধিকবার আত্মহত্যার চেষ্টাও করেছেন বলে খবর সূত্রের। এদিকে ওই সৎ ছেলেও মানসিকভাবে অসুস্থ বলে জানা গিয়েছে। আপাতত, ওই মহিলা ও তাঁর ছেলের হাসপাতালে চিকিৎসা চলছে।