ইন্দোর: ৯০ লক্ষের মধ্যে প্রায় আড়াই লাখ গবাদি পশুর ১২ সংখ্যার আধার নম্বরের মতো ইউনিক আইডেন্টিফিকেশন চিহ্ন (ইউআইডি) লাগানোর কাজ শেষ হয়েছে মধ্যপ্রদেশে। ওদের কানে ট্যাগ পরিয়ে দেওয়া হয়েছে ন্যাশনাল ডেয়ারি ডেভেলপমেন্ট বোর্ডের কর্মসূচির আওতায়।
মধ্যপ্রদেশ সরকারের জনৈক মুখপাত্র বলেন, ইনফর্মেশন নেটওয়ার্ক ফর অ্যানিমাল প্রডাক্টভিটি অ্যান্ড হেলথ নামাঙ্কিত দেশজুড়ে নথি রেকর্ড করার কর্মসূচিতে গরু, মহিষকে ট্যাগ পরানো হচ্ছে।
মধ্যপ্রদেশ পশুপালন দপ্তরের যুগ্ম ডিরেক্টর তথা জাতীয় কর্মসূচির নোডাল অফিসার গুলাবসিং দাভার বলেছেন, চলতি মাসে জোর কদমে গবাদি পশুদের ট্যাগ পরানোর কাজ শুরু হয়েছে। প্রথম পর্যায়ে ৪০ লক্ষ ট্যাগ বিলি হয়েছে, আড়াই লক্ষ পশুর কানে ট্যাগ পরানো হয়েছে। দ্বিতীয় ধাপে ৯০ লক্ষ গবাদি পশুর সবগুলিকে ট্যাগ পরানোর প্রক্রিয়া শেষ করা তাঁদের লক্ষ্য।
একটি গবাদি পশু সংক্রান্ত ডশিয়ার হচ্ছে, যাতে থাকবে পশুদের বয়স, জাত-বংশ পরিচিতি ও বাকি বৈশিষ্ট্যগুলি। সবই আপলোড করা হয়েছে ইনফর্মেশন নেটওয়ার্ক ফর অ্যানিমাল প্রডাক্টভিটি অ্যান্ড হেলথ -এর তথ্য ও প্রযুক্তি বিষয়ক অ্যাপ্লিকেশনে যাতে প্রতিটি গরু, মহিষের পৃথক পরিচিতি গ্যাজেটে পাওয়া যায়।
সংশ্লিষ্ট গরু, মহিষের ইউআইডি বা ট্যাগ নম্বরটি যুক্ত করা হবে তার মালিকের আধার নম্বরের সঙ্গে। এর মাধ্যমে গবাদি পশুর বেআইনি কেনাবেচা, চোরাপাচার, তাকে তাড়িয়ে দেওয়া হচ্ছে কিনা, তা নজরে রাখা যাবে।
দাভার বলেন, এর ফলে গরু, মহিষ কতটা দুধ দিচ্ছে, সেদিকে খেয়াল রাখা যাবে। ব্রিডের উন্নতির মাধ্যমে দুধ উৎপাদন বাড়ানো যাবে। এতে গরু-মহিষের মালিকের আয় বাড়বে। ভারতে তৃতীয় সর্বোচ্চ দুধ উৎপাদনকারী রাজ্য মধ্যপ্রদেশ।
লক্ষ্য দুধের উৎপাদন বাড়ানো, নিরাপত্তা নিশ্চিত করা, আড়াই লক্ষ গবাদি পশুর কানে পরিচতি ট্যাগ মধ্যপ্রদেশে
Web Desk, ABP Ananda
Updated at:
26 Mar 2018 04:06 PM (IST)
ফাইল চিত্র।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -