ভোপাল: দেশে জাত-পাত নিয়ে ভেদাভেদ আজও ঘুচে যায়নি। অস্পৃশ্যতার অভিশাপ থেকে মুক্ত হতে পারেনি মানুষ। তাই নিয়মিত চলতে থাকে দলিত মানুষের উপর অত্যাচার। এমনকী পিটিয়ে কিংবা গাছে ঝুলিয়ে মেরে ফেলার খবরই প্রায়ই আসে। এমনই এক ঘটনা এ বার ঘটল মধ্যপ্রদেশে। ছাতারপুর জেলায়। এক দলিত যুবককে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল। তার ‘অপরাধ’ একটি পার্টিতে সকলের জন্য রাখা খাবারে সে হাত দিয়েছিল। ২৫ বছর বয়সী ওই যুবককে কেবলমাত্র খাবার ছোঁয়ার অপরাধেই পিটিয়ে খুন করল তাঁরই দুই পরিচিত। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দু’জনের নামে এফআইআর দায়ের করেছে ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ৭ ডিসেম্বর রাতে দেবরাজ অনুরাগীকে কিষাণপুর গ্রামের কাছে একটি ফিস্টে ডেকে নিয়ে যাওয়া হয় সাফাইয়ের কাজ করার জন্য। তাকে ডেকে নিয়ে যায় সন্তোষ পাল এবং ভুরা সোনি নামে দুই ব্যক্তি। ওই ফিস্টে গিয়ে অনুরাগী নিজের জন্য খাবার নেওয়ার চেষ্টা করতেই সকলে রে-রে করে তেড়ে আসে এবং পেটাতে শুরু করে। সন্তোষ ও ভুরা তো বটেই, আরও কয়েকজনও এই প্রহার পর্বে যোগ দেয়। সমবেত মারের মুখে এক সময়ে লুটিয়ে পড়ে অনুরাগী।জ্ঞান হারান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক। জ্ঞান হারানোর আগে পরিবারের সদস্যদের অনুরাগী বলেন, সোনি ও পাল তাঁকে মারধর করেছেন। এরপরই অনুরাগির পরিবার ওই দু’জনের নামে থানায় এফআইআর দায়ের করে। এসসি-এসটি প্রিভেনশন অফ অ্যাট্রোসিটি আইনে মামলা রুজু করা হয়েছে। ইতিমধ্যেই অভিযুক্ত ২ ব্যক্তির খোঁজে তল্লাশি অভিযান শুরু করেছে পুলিশ।এই দুজনের সঙ্গে আরও যারা ছিল তাদেরও খোঁজ করা হচ্ছে।
মধ্যপ্রদেশ: ফিস্টে খাবারে হাত দেওয়ায় দলিত যুবককে পিটিয়ে হত্যা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
11 Dec 2020 10:09 AM (IST)
তার ‘অপরাধ’ একটি পার্টিতে সকলের জন্য রাখা খাবারে সে হাত দিয়েছিল। ২৫ বছর বয়সী ওই যুবককে কেবলমাত্র খাবার ছোঁয়ার অপরাধেই পিটিয়ে খুন করল তাঁরই দুই পরিচিত। মৃতের পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই দু’জনের নামে এফআইআর দায়ের করেছে ।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -