নয়াদিল্লি : মধ্যপ্রদেশের একটি সরকারি স্কুলে লজ্জাজনক ঘটনা। সহপাঠীর মাত্র ৭০ টাকা চুরির সন্দেহে দামোহ জেলার ওই স্কুলের শিক্ষিকা দুই ছাত্রীর জামাকাপড় খুলে তল্লাশি চালালেন।
ওই ছাত্রীর অভিযোগ, শিক্ষিকা তাদের কথায় কর্ণপাতই করেনি। তল্লাশি চালাতে আরও এক ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করা হয়।
গত ২ নভেম্বর এই ঘটনার কথা গত শুক্রবার প্রকাশ্যে এসেছে। ওই দিন ক্ষুব্ধ অভিভাবকরা স্কুলের সামনে বিক্ষোভ প্রদর্শন করেন এবং স্কুলের উর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানান।
এই ঘটনায় জেলা শিক্ষা আধিকারিক স্কুলের প্রিন্সিপালকে শোকজ নোটিশ দিয়েছেন।
৭০ টাকা চুরি, তল্লাশি চালাতে দুই ছাত্রীকে জামাকাপড় খুলতে বাধ্য করলেন শিক্ষিকা
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
05 Nov 2017 09:22 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -