ভোপাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অবিবাহিত করার পর ফের বিতর্কে জড়ালেন মধ্যপ্রদেশের রাজ্যপাল আনন্দীবেন পটেল। তাঁর দাবি, ‘ফিগার নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কায় শহরাঞ্চলের মহিলারা এখন আর সন্তানকে স্তন্যপান করাতে চান না। জন্ম থেকেই শিশুদের বোতলে দুধ খাওয়ানো হয়। বোতল যেমন ভেঙে যায়, তেমনই একদিন তাঁদের ভবিষ্যৎও নষ্ট হয়ে যাবে।’


কাশিপুরী অঞ্চলের একটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের অনুষ্ঠানে এই মন্তব্য করেছেন গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি আরও বলেছেন, সদ্যোজাতর স্বাস্থ্যের কথা মাথায় রেখে মহিলাদের খাওয়ার দিকে নজর দেওয়া উচিত। সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা নেওয়ার জন্য মহিলাদের অঙ্গনওয়াড়ি কেন্দ্রে নাম নথিভুক্ত করারও অনুরোধ জানিয়েছেন আনন্দীবেন। প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা চালু করার জন্য তিনি কেন্দ্রীয় সরকারের প্রশংসা করেছেন।

এর আগেও বিতর্কে জড়ান আনন্দীবেন। তিনি মধ্যপ্রদেশের সব বিশ্ববিদ্যালয় ও কলেজ সহ যাবতীয় শিক্ষাপ্রতিষ্ঠানগুলিকে দেওয়া এক নির্দেশিকায় বলেছিলেন, এবারের আন্তর্জাতিক যোগ দিবস পালন করতে হবে। এই নির্দেশ মানা হচ্ছে কি না, রাজভবনে ছবি ও ভিডিও পাঠিয়ে তার প্রমাণ দিতে হবে। ফের বিতর্ক তৈরি করলেন তিনি।