ভোপাল: মধ্যপ্রদেশের জব্বলপুরের গাড্ডা আবাসিক স্কুলের ওয়ার্ডেনের তোলাবাজির শিকার স্কুলের আবাসিক ছাত্রীরা। চাপের মুখে নিজেদের রক্ত বিক্রি করে টাকা দেওয়ার উদ্যোগ নিল আবাসিক স্কুলের দুই আদিবাসী ছাত্রী।

মঙ্গলবার স্থানীয় হাসপাতালে যখন রক্ত দিতে যায় ওই দুই ছাত্রী, তখনই ঘটনার কথা জানাজানি হয়ে যায়। এরপরই নড়েচড়ে বসে স্থানীয় প্রশাসন। বৈদেহী ঠাকুর নামের অভিযুক্ত ওই ওয়ার্ডেনকে আপাতত তাঁর পদ থেকে সরিয়ে দিয়ে, তাঁর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে। স্থানীয় প্রশাসন সূত্রে খবর, অভিযুক্ত ওয়ার্ডেন-এর বিরুদ্ধে ওঠা অভিযোগ যদি প্রমাণ হয়ে, তাহলে অবিলম্বে তাঁর বিরুদ্ধে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে।