ভোপাল: গরুদের কল্যাণের জন্য এবার 'গোমাতা সেস' বসানোর চিন্তাভাবনা করছে মধ্যপ্রদেশের বিজেপি সরকার। রবিবার এক জনসভায় এ কথা জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান।

রাজ্যে গরুদের সুরক্ষা দিতে সম্প্রতি গো-মন্ত্রিসভা বা কাউ ক্যাবিনেট গড়ার কথা জানিয়েছেন শিবরাজ। নিজের টুইটারে হ্যান্ডলে পশুপালন, বন পঞ্চায়েত ও গ্রামীণ বিকাশ, রাজস্ব, স্বরাষ্ট্র এবং কিসান কল্যাণ দফতরকে গো মন্ত্রিসভার আওতায় রাখা হবে বলে জানিয়েছিলেন। রবিবার আগর-মালওয়ারের ওই জনসভায় ভারতীয় সংস্কৃতির কথা তুলে ধরে গোমাতা কর বসানোর যৌক্তিকতা তুলে ধরেন শিবরাজ। সেখানে তিনি বলেন, ’’রাজ্যে গরুর কল্যাণের জন্য এবং গোয়ালের উন্নতির জন্য আমি সামান্য কিছু কর বসানোর কথা ভাবছি। ঠিক আছে তো?‘‘  প্রশ্ন শুনেই সকলে সম্মতি জানান।

জনসভায় শিবরাজ বলেন, ’’বাড়িতে রুটি বানিয়ে প্রথমে আমরা গরুকে খাওয়াই, এবং শেষ রুটি কুকুরকে দিই। ভারতের সংস্কৃতিতে প্রাণীদের জন্য আমাদের এই ভাবনা ছিল, যা এখন প্রায় হারিয়ে গিয়েছে।সেজন্য গরুর কল্যাণর্থে জনগণের কাছ থেকে সামান্য কিছু কর সংগ্রহের কথা ভাবছি।‘‘

গোয়াল রক্ষা করতে আইন আনা হবে বলেও জানিয়েছেন তিনি। গতকাল গো মন্ত্রিসভার প্রথম বৈঠকও সেরেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী। ভার্চুয়াল এই বৈঠকে গরুকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতি মজবুত করার কথাও বলেন শিবরাজ সিংহ চৌহান।