ভোপাল: ১২ বা তার থেকে কমবয়সি মেয়েদের ধর্ষণের ঘটনায় অপরাধীকে মত্যুদণ্ড দেওয়ার পথে মধ্যপ্রদেশ। গতকাল মন্ত্রিসভায় এ ব্যাপারে একটি আইন পাশ করেছে তারা। আজ বিধানসভার শীতকালীন অধিবেশনে তা পেশ করা হবে। ওই বিলে বলা হয়েছে, ধর্ষণ খুনের থেকেও বড় অপরাধ।
বিধানসভায় পাশ হওয়ার পর তা পাঠানো হবে কেন্দ্রে, সেখান থেকে সিলমোহরের জন্য রাষ্ট্রপতির কাছে।
২০১২-য় মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান প্রথম ধর্ষণে মৃত্যুদণ্ডের কথা তোলেন। নির্ভয়া ধর্ষণ নিয়ে গোটা দেশ তখন উত্তাল। সংসদে বিশেষ অধিবেশন বসিয়ে আইন সংশোধন করে ধর্ষণের অপরাধীদের জন্য মৃত্যুদণ্ডের ব্যবস্থা করার দাবি করেন তিনি। আরও বলেন, ধর্ষণ ও শ্লীলতাহানির অপরাধীদের কখনও সরকারি চাকরি দেওয়া হবে না।
তাঁর রাজ্যে আনা এই নয়া বিলেও শ্লীলতাহানি, উত্যক্ত করা ও পিছু নেওয়ার মত ঘটনায় অপরাধীদের কঠোর শাস্তির কথা বলা হয়েছে। এই সব ঘটনায় দোষী সাব্যস্তদের জরিমানা দিতে হবে ১ লাখ টাকা। ভারতীয় দণ্ডবিধির ৩৭৬ ধারায় নতুন কয়েকটি উপধারা এনে প্রয়োজনীয় রদবদল ঘটানো হবে। এছাড়া বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অপরাধীদের শাস্তি কঠোর করার জন্য ৪৯৩ ধারা সংশোধনের কথা বলা হয়েছে।
যদিও শিবরাজ মন্ত্রিসভার কয়েকজন সদস্যের ধর্ষণের মৃত্যুর সাজায় সংশয় প্রকাশ করেছেন। তাঁদের আশঙ্কা, মৃত্যুভয় কাজ করলে অপরাধী প্রমাণ লোপাট করতে ধর্ষিতাকে খুন করেও ফেলতে পারে।
১২ বছর বা আরও অল্পবয়সি মেয়েদের ধর্ষণে মৃত্যুদণ্ড দিতে চায় মধ্যপ্রদেশ সরকার
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
27 Nov 2017 10:04 AM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -