ভোপাল: সামনেই রাজ্য বিধানসভার ভোট। তার আগে রাজ্য সরকারি কর্মীদের অবসরের বয়স ৬২ বছর পর্যন্ত বাড়ানোর ঘোষণা করল মধ্যপ্রদেশ সরকার। সরকারি কর্মীদের অবসরের বয়স ৬০ থেকে বাড়িয়ে ৬২ বছর করা নিয়ে ঘোষণাটি করেছেন মুখ্যমন্ত্রী শিবরাজ সিংহ চৌহান। এই ঘোষণা কার্যকরী হলে পাঁচ লক্ষ কর্মচারী উপকৃত হবেন।
যদি ওই ঘোষণা নিয়ে রাজ্যের বিজেপি সরকারকে একহাত নিয়েছে বিরোধী দল কংগ্রেস। বিরোধী দলের বক্তব্য, অবসরের বয়স বাড়িয়ে রাজ্যের কর্মসংস্থানহীন তরুণদের সঙ্গে প্রতারণা করছে সরকার। এরফলে যে তরুণরা কর্মসংস্থানের সুযোগ থেকে বঞ্চিত হবেন, তাঁদের বেকারভাতা দেওয়ার দাবি জানিয়েছে কংগ্রেস।
ভোটের মুখে রাজ্য সরকারি কর্মীদের বয়স বাড়িয়ে ৬২ করল মধ্যপ্রদেশ
ওয়েব ডেস্ক, এবিপি আনন্দ
Updated at:
31 Mar 2018 03:38 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -