জয়পুর: ভারতের মধ্যযুগের ইতিহাসের অন্যতম পরিচিত হলদিঘাটের যুদ্ধে রাজপুত শাসক মহারানা প্রতাপ নয়, হার হয়েছিল মুঘল সম্রাট আকবরের। এমনই দাবি করেছেন রাজস্থানের শিক্ষামন্ত্রীর বাসুদেব দেবনানী। এ ক্ষেত্রে তাঁর প্রশ্ন, হলদিঘাটের যুদ্ধে যদি জয়ীই  হয়েছিলেন আকবর, তাহলে তাঁকে তারপরও প্রতাপের বিরুদ্ধে বারবার যুদ্ধ করতে হয়েছিল কেন।
একটি ম্যাগাজিনের বিশেষ সংখ্যার প্রকাশ অনুষ্ঠানে দেবনানী বলেছেন, নিশ্চিতভাবেই হলদিঘাটের যুদ্ধে মহারানা প্রতাপ জিতেছিলেন। তা  না হলে প্রথম যুদ্ধে জয়ী হওয়ার পরও আকবরের বারংবার মেবার আক্রমণের প্রয়োজন ছিল না।
দেবনানী আরও বলেছেন, কিছু ইতিহাস বইতে আকবরকে মহান বলা হয়েছে। কিন্তু বিভিন্ন গবেষণায় দেখা গিয়েছে, মহারানা প্রতাপই ছিলেন মহান। এটা তো ঠিক, দুজনের মধ্যে একজনই মহান হতে পারেন।
মন্ত্রী আরও বলেছেন, প্রতাপের মতো মহান যোদ্ধা সম্পর্কে ঐতিহাসিক ঘটনার বিকৃতি থাকা উচিত নয়।
উল্লেখ্য, ১৫৭৬-র হলদিঘাটের যুদ্ধ সম্পর্কে নতুন করে বিতর্ক শুরু করেছেন বিজেপি বিধায়ক মোহনলাল গুপ্তা। এই যুদ্ধের ফলাফল সম্পর্কে ইতিহাসের সিলেবাসে একটি পাঠ্যবই রাখার প্রস্তাব দিয়েছেন। এই যুদ্ধের ফলাফল নিয়ে যাতে বিকল্প অভিমতও স্থান পায় সেজন্যই তিনি ওই প্রস্তাব দিয়েছেন। ওই পাঠ্যবইতে হলদিঘাটের যুদ্ধে আকবর পরাজিত হয়েছিলেন বলে দাবি করা হয়েছে।
এই বিতর্ক এবার দলের বিধায়কের প্রতিই সমর্থন জানালেন রাজ্যের শিক্ষামন্ত্রী।
ইতিহাসবিদদের অধিকাংশর অবশ্য দাবি, ওই যুদ্ধে আকবরের বাহিনীর হাতে পরাজিত হয়েছিলেন প্রতাপ।