মুম্বই: মহারাষ্ট্র পুর নির্বাচনে তিন পুরসভার মধ্যে একটি করে নিজেদের দখলে নিল বিজেপি ও কংগ্রেস। অপরটি ত্রিশঙ্কু হয়ে গিয়েছে। এককভাবে লড়াই করে ৭৮ আসনের পানভেল পুরসভায় ৫১টি আসনে জয় পেয়েছে বিজেপি। ২৩টি আসন পেয়ে দ্বিতীয় স্থানে আছে পিডব্লুপি। ৯০ আসনের ভিওয়ান্ডি পুরসভায় ৪৭টি আসন পেয়েছে কংগ্রেস। বিজেপি ১৯ এবং শিবসেনা ১২টি আসন পেয়েছে। ৮৪ আসনের মালেগাঁও পুরসভায় একক সংখ্যাগরিষ্ঠ দল কংগ্রেসের ঝুলিতে ২৮টি আসন। এনসিপি ও জনতা দল সেকুলারের জোট পেয়েছে ২৬টি আসন।
বুধবার এই তিনটি পুরসভা নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। কিছুদিন আগেই পুরসভা ও পঞ্চায়েত নির্বাচনে ভাল ফল করেছে বিজেপি। তার পরিপ্রেক্ষিতে এই তিন পুরসভার নির্বাচনের ফলের দিকে তাকিয়ে ছিল রাজনৈতিক মহল। পানভেলে অন্য সব দলকে অনেকটাই পিছনে ফেলে দিয়েছে বিজেপি। ভিওয়ান্ডিতেও ফল খুব খারাপ হয়নি। মালেগাঁওয়ে গতবারের নির্বাচনে একটিও আসন পায়নি বিজেপি। সেখানে এবার ৯টি আসন পাওয়াকে কোনওভাবেই খারাপ বলা যাবে না।
মহারাষ্ট্র পুরভোট: পানভেলে জয় বিজেপি-র, কংগ্রেসের দখলে ভিওয়ান্ডি, মালেগাঁও ত্রিশঙ্কু
Web Desk, ABP Ananda
Updated at:
26 May 2017 06:37 PM (IST)
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -