মুম্বই: মুম্বই-আহমেদাবাদ বুলেট ট্রেন প্রকল্পকে ‘সাদা হাতি’র সঙ্গে তুলনা করলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে। রাজ্যের শিল্প উন্নয়ন ত্বরান্বিত হবে, এমন বুঝলে তবেই তিনি এই প্রকল্প নিয়ে সিদ্ধান্ত নেবেন। সামনা-য় দেওয়া সাক্ষাত্কারে দ্বিতীয় পর্বে উদ্ধব বলেছেন, কেন্দ্রীয় তহবিলের প্রাপ্য অর্থ পাচ্ছে না মহারাষ্ট্রের শিবসেনা-এনসিপি-কংগ্রেস জোট সরকার। প্রাপ্য অর্থ পেলে কৃষকদের সাহায্য করার কাজে ব্যবহার করা যেত।
শিবসেনার সভাপতি জানিয়েছেন, তাঁর সরকারের ঘোষিত কৃষি ঋণ মকুব প্রকল্প আগামী মাস থেকে চালু হবে। তিনি বলেছেন, একটি শিল্পকেও রাজ্যের বাইরে যেতে দেওয়া হবে না।
কেন্দ্রের বুলেট ট্রেন প্রকল্প কৃষক ও আদিবাসীদের বিরোধিতার মুখে পড়েছে। প্রকল্পের জন্য জমি অধিগ্রহণ নিয়েই তাঁদের বিরোধিতা। এ ব্যাপারে মুখ্যমন্ত্রী বলেছেন, এই প্রকল্পের বাস্তবসম্মত কিনা, সে বিষয়ে সর্বাত্মক আলোচনা প্রয়োজন। তিনি বলেছেন, ‘বুলেট ট্রেন প্রকল্পে কারা উপকৃত হবেন? এতে মহারাষ্ট্রের বাণিজ্য ও শিল্প কীভাবে লাভবান হবে? এর যে উপকারিতা রয়েছে,আমাকে বোঝাতে হবে, এরপর মানুষের কাছে যেতে হবে এবং কী করা যায়, সিদ্ধান্ত নিতে হবে’।

উদ্ধব বলেছেন, ‘বুলেট ট্রেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির স্বপ্নের প্রকল্প হতে পারে,কিন্তু ঘুম ভাঙলে বাস্তবের মুখোমুখি হতে হয়’।
সামনা-র কার্যনির্বাহী সম্পাদক সঞ্জয় রাউতকে দেওয়া সাক্ষাত্কারে উদ্ধব বলেছেন, ‘রাজ্যের আর্থিক পরিস্থিতি অনুযায়ী বিভিন্ন প্রকল্পের মধ্যে অগ্রাধিকার দিতে হবে। দেখতে হবে, কোনটা বেশি জরুরি। শুধুমাত্র বিনা সুদে বা স্বল্প সুদে ঋণ পাওয়া গেলেই সেই প্রকল্প অগ্রাধিকার পেতে পারে না। বিনা কারণে কৃষকদের জমি অধিগ্রহণ করে তারপর এই সব সাদা হাতির পরিচর্যা করা, এটা সঠিক নয়’।
উল্লেখ্য, মোদি সরকার বুলেট ট্রেন প্রকল্প সম্পূর্ণ করার সময়সীমা ভারতের স্বাধীনতার ৭৫ বর্ষপূর্তি ২০২২-র ১৫ আগস্ট ধার্য করেছে।