একটি এফএম রেডিও চ্যানেলের তত্ত্বাবধানে এক চ্যারিটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের থিম ছিল ক্রিসমাস। অনুষ্ঠানে সান্তাবুড়ো এসে উপহার সংগ্রহ করে, এবং সেই উপহারগুলো গরিব শিশুদের মধ্যে বিলিয়ে দেওয়াই ছিল অনুষ্ঠানের মূল উদ্দেশ্যে। অনুষ্ঠানের মাধ্যমে বলা হয় ৯২.৭ বিগ এফএম-এর দফতরে এসে প্রত্যেককে বিভিন্ন জিনিষ রেখে যেতে পারে। সেগুলো তারপর ভাগ করে দেওয়া হবে দরিদ্র শিশুদের মধ্যে। প্রসঙ্গত, সকলের সঙ্গে ভাগ করে নেওয়ার যে আনন্দ সেই বার্তাই অনুষ্ঠানের মাধ্যমে সকলের কাছে পৌঁছে দেওয়ার কথা বলা হয় সেখানে।
অথচ, এত ভাল উদ্দেশ্যেকে সামনে রেখে করা একটি অনুষ্ঠানের ছবি দেওয়া নিয়েও আপত্তি নেটিজেনদের। তাঁদের বক্তব্য, এভাবে ক্রিসমাসকে প্রচার কেন করা হচ্ছে, দিওয়ালি বা গণেশ পুজোতে এধরনের কাজ করতে আপত্তি কোথায়? কিন্তু এধরনের আক্রমণ যখন হাতের বাইরে চলে যায়, তখনই পাল্টা জবাব দেন অম্রুতা।
মুখ্যমন্ত্রী-পত্নী স্পষ্টভাষায় বলেন, ভালবাসা, প্রেমের কোনও ধর্ম হয় না। এধরনের সৎ উদ্দেশ্যে আয়োজন করা যেকোনও কাজই প্রশংসনীয়। সবকিছুর মধ্যে নেতিবাচক ইঙ্গিত না খুঁজে, ইতিবাচক দিক থেকেই পুরো বিষয়টা খতিয়ে দেখা উচিত। তারপর তিনি বলেন, আমি একজন গর্বিত হিন্দু এবং নিজের ধর্মের সমস্ত অনুষ্ঠান যেমন গর্বের সঙ্গে পালন করি, তেমন নিজের দেশকেও ভালবাসি। কিন্তু এই অনুষ্ঠানে অংশ নেওয়াটা তাঁর নিজস্ব সিদ্ধান্ত। তারজন্যে নিজের দেশ বা ধর্মকে তিনি মোটেই অসম্মান করেন না।
নেটিজেনরা কী প্রতিক্রিয়া দিয়েছে দেখব একনজরে