সিপিএম মহারাষ্ট্রের ট্যুইট, ‘রাজ্যে কালেক্টরেটের দফতরের সামনে এআইকেএস-র জমায়েত। দাহানুর এসডিও অফিসের সামনে সিপিএম ও কিষাণ সভা আয়োজিত রাস্তা রোকো জমায়েতে এআইকেএসের সভাপতি ড. অশোক ধাওয়ালে ও রাজ্য সহ সভাপতি বার্ক্য মঙ্গতের সঙ্গে বক্তব্য রাখছেন সিপিএম বিধায়ক বিনোদ নিকোলে’।
এই ছবি ট্যুইটারে ছড়িয়ে পড়ে এবং ক্ষমতার লড়াইয়ে লিপ্ত না হয়ে কৃষকদের সমস্যার বিষয় তুলে ধরা এবং ঠানে ও পালঘরের গ্রামগুলিতে সফরের জন্য নিকোলের প্রশংসা করেন।
সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ তে সিপিএমে যোগ দেওয়ার আগে নিকোলে দাহানুতে বড়া পাও বিক্রি করতেন। তাঁর ঘোষিত সম্পত্তির মূল্য ৫১ হাজার টাকা।
সূত্র উল্লেখ করে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়েছে, কংগ্রেস-শিবসেনা ও এনসিপি তিনদলই নিকোলেকে তাদের বিধায়কদের সঙ্গে পাঁচতারা হোটেলে থাকার প্রস্তাব দিয়েছিল। কিন্তু নিকোলে ও তাঁর সহকর্মীরা সেই প্রস্তাব ফিরিয়ে দেন। এর পরিবর্তে তিনি কিষাণ সভার সঙ্গে কৃষকদের সমস্যাগুলি তুলে ধরতে মহারাষ্ট্রের গ্রামে গ্রামে সভা-মিছিল আয়োজনের কাজে নেমে পড়েন।