মুম্বই:মদের বিক্রি বাড়াতে ব্র্যান্ড হিসেবে মহিলার নাম ব্যবহার করার পরামর্শ দিয়ে তীব্র সমালোচনার মুখে ঢোক গিললেন মহারাষ্ট্রের বিজেপি সরকারের মন্ত্রী গিরিশ মহাজন। নিজের মন্তব্যের জন্য ক্ষমা চেয়ে গিরিশ বলেছেন, মহিলাদের ভাবাবেগে আঘাত দেওয়ার তাঁর ইচ্ছে ছিল না।

গত শনিবার মহারাষ্ট্রের নান্দুরবার জেলায় একটি চিনি কারখানার আয়োজিত অনুষ্ঠানে মন্ত্রী বলে বসেন, কোনও পণ্য বা মদের বিক্রি বাড়াতে চাইলে ব্র্যান্ডের নাম হিসেবে কোনও মহিলার নাম ব্যবহার করে দেখুন তো, কেমন চড়চড় করে চাহিদা বাড়ে।

উল্লেখ্য, ওই চিনি কারখানায় মহারাজ ব্র্যান্ডের মদও তৈরি হয়।

মন্ত্রীর মন্তব্যটি ইউটিউবে আপলোড করা হয়। এরপরই নিন্দার ঝড় ওঠে। মহিলাদের পক্ষে অবমাননাকর মন্তব্যের জন্য মন্ত্রীর বিরুদ্ধে পুলিশের কাছে অভিযোগও দায়ের হয়েছে।

এনসিপি নেতা নবাব মালিক ওই মন্তব্যের কড়া সমালোচনা করে বলেছেন, তাঁর মনে হয়, মন্ত্রী মদ্যপানে অভ্যস্ত। এ ধরনের মানসিকতার বিরুদ্ধে এগিয়ে আসার জন্য তিনি রাজ্যের মহিলাদের কাছে আর্জি জানিয়েছেন।

শিবসেনার মুখপাত্র সামনায় লেখা হয়েছে, মহারাষ্ট্রের বিভিন্ন স্থানেই মহিলারা মদের বিরুদ্ধে লড়াই চালাচ্ছেন। এ কথা সবাই জানেন। এ সত্ত্বেও মন্ত্রীর এই মন্তব্য খুবই দুর্ভাগ্যজনক।

তীব্র নিন্দার মুখে তড়িঘড়ি ডাকা সাংবাদিক বৈঠকে মন্ত্রী বলেছেন, এই মন্তব্যের জন্য দুঃখিত। আমি ক্ষমা চাইছি।

তাঁর সাফাই, অনিচ্ছাকৃতভাবে ভুলবশত এই মন্তব্য করে ফেলেছেন। কারুর ভাবাবেগ আহত করার উদ্দেশ্য ছিল না।