মুম্বই: কাকচিলও টের পায়নি। শনিবার সকালে গোটা দেশের ঘুম ভাঙতে না ভাঙতেই সবাইকে হতবাক করে ছড়িয়ে পড়ল খবর, মহারাষ্ট্রে পাশা উল্টেছে, উদ্ধব ঠাকরেকে মাত করে মুখ্যমন্ত্রী পদে শপথ নিয়েছেন দেবেন্দ্র ফড়ণবীশ। উপ মুখ্যমন্ত্রী হয়েছেন এনসিপি প্রধান শরদ পওয়ারের ভাইপো অজিত পওয়ার। অথচ গতকাল রাতেও শরদ পওয়ার আগামী মুখ্যমন্ত্রী পদে উদ্ধব ঠাকরের নামে সিলমোহর দিয়েছিলেন।
সকলে এখন জানতে চান, কীভাবে পাল্টাল পাশার দান। শোনা যাচ্ছে, ২০ তারিখ সংসদে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে শরদ পওয়ারের যে ৫০ মিনিটের বৈঠক হয়, তাতেই আজকের ঘটনার বীজ নিহিত ছিল। পওয়ার পরে দাবি করেন, মহারাষ্ট্রের কৃষক সমস্যা নিয়ে তাঁদের আলোচনা হয়েছে কিন্তু শোনা যাচ্ছে, ৫০ মিনিটের কথাবার্তা মোটেই স্রেফ একটা বিষয়ের ওপর হয়নি। তাতে উঠে আসে মহারাষ্ট্রের রাজনীতি ও সমস্ত সম্ভাবনার কথা।
তাৎপর্যপূর্ণভাবে ইডি হানার আগে মোদীর সঙ্গে এনসিপি প্রধানের সম্পর্ক ভাল ছিল, ২০১৭-য় মোদী সরকার পদ্ম বিভূষণ পুরস্কারও দেয় তাঁকে।
Election Results 2024
(Source: ECI/ABP News/ABP Majha)
নজরে মহারাষ্ট্র: ২০ তারিখ ৫০ মিনিটের শরদ-মোদী বৈঠক, তাতেই বদলে গেল সব হিসেব
ABP Ananda, Web Desk
Updated at:
23 Nov 2019 12:19 PM (IST)
তাৎপর্যপূর্ণভাবে ইডি হানার আগে মোদীর সঙ্গে এনসিপি প্রধানের সম্পর্ক ভাল ছিল, ২০১৭-য় মোদী সরকার পদ্ম বিভূষণ পুরস্কারও দেয় তাঁকে।
দেশ (nation) লেটেস্ট খবর এবং আপডেট জানার জন্য দেখুন এবিপি লাইভ। ব্রেকিং নিউজ এবং ডেইলি শিরোনাম দেখতে চোখ রাখুন এবিপি আনন্দ লাইভ টিভিতে ।
- - - - - - - - - Advertisement - - - - - - - - -