মুম্বই: বিজেপি শাসিত মহারাষ্ট্রে মহাত্মা গাঁধী, ড. বাবাসাহেব অম্বেডকর ও মহাত্মা ফুলের মতো ব্যক্তিত্বদের চেয়ে সম্ভবত প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সাহিত্যমূল্য বেশি। প্রথম থেকে পঞ্চম শ্রেণির পড়ুয়াদের সহায়ক পাঠ্য হিসেবে মোদী সংক্রান্ত বই কিনতে মহারাষ্ট্র সরকার ৫৯.৪২ লক্ষ টাকা খরচ করতে চলেছে। মোদীর ওপরে লেখা বই কিনতে যেখানে এত টাকা ব্যয় করা হচ্ছে সেখানে মহাত্মা গাঁধী সংক্রান্ত বইয়ে ৩.২৫ লক্ষ টাকা, অম্বেডকর সংক্রান্ত বইয়ে ২৪.২৮ লক্ষ টাকা এবং মহাত্মা ফুলের ওপর লেখা বই কিনতে ২২.৬৩ লক্ষ টাকা খরচ করা হবে। এই বইগুলি রাজ্যের সরকারি স্কুলগুলির পাঠাগারে পড়ুয়াদের সহায়ক পাঠ্যপুস্তক হিসেবে থাকবে।
মোদী সম্পর্কে যে বইগুলি কেনার জন্য অর্থ বরাদ্দ হয়েছে সেগুলির মধ্যে রয়েছে চাচা চৌধুরী ও নরেন্দ্র মোদী-র ৭২,৯৩৩ টি মরাঠা এবং ৩৩ টি গুজরাতি কপি। প্রত্যেক কপির দাম ৩৫ টাকা। এছাড়াও রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শীর্ষক ৪২৪ টি হিন্দি ভাষায় লেখা বই এবং ইংরেজি বই। প্রত্যেক বইয়ের দাম ৩৫ টাকা। প্রত্যেক বইয়ের প্রকাশক ডায়মন্ড পকেট বুকস লিমিটেড।
এর পাশাপাশি স্কুল বিভাগ মরাঠি ভাষায় নরেন্দ্র মোদী বইয়ের ৬৯,৪১৬ টি কপি কিনছে। প্রত্যেক বইয়ের দাম ৪৫ টাকা। প্রকাশক বিলাস বুক এজেন্সি অ্যান্ড প্রকাশন।
প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর ওপর মরাঠা ভাষায় লেখা একটি বইয়ের ৭২,৯৩৩ কপি কিনে বিতরণ করবে সরকার।
রাজ্যের শিক্ষা বিভাগের পদস্থ কর্তা ড. সুনীল মাগর বলেছেন, গুরুত্বের ভিত্তিতে বিশেষজ্ঞদের কমিটি ওই বইগুলি বেছে নিয়েছে। সেখানে মোদীর ওপর বই রয়েছে বলেই এত কথা হচ্ছে। তাঁরা তো অন্য বইও কিনছেন।
এই যুক্তি অবশ্য মানতে নারাজ বিরোধী দলগুলি। রাজ্য বিধান পরিষদের বিরোধী দলনেতা ধনঞ্জয় মুন্ডে বলেছেন, দেবেন্দ্র ফড়নবীশ সরকার সম্ভবত মোদীকে মহাত্মা গাঁধী, অম্বেডকর, ফুলের চেয়েও বড় মনে করছে। এভাবে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত পন্থার মাধ্যমে সরকার শিশুদের কল্পনা জগতেও দখলদারি করতে চাইছে।