মুম্বই: জঙ্গিদের রাডারে মহারাষ্ট্রের থাকার কথা নতুন কিছু নয়। এবার দেখা যাচ্ছে, আরবসাগর পারের এই রাজ্যের বহু যুবক জঙ্গি হতে ইচ্ছুক। গত দুবছরে আইএসআইএসের সঙ্গে যোগসাজস থাকার অভিযোগে ৫২জনকে গ্রেফতার করা হয়। তাদের মধ্যে ১২জনই সচিন তেন্ডুলকরের রাজ্য থেকে।

দ্বিতীয় স্থানে রয়েছে কেরল। আইএসের সঙ্গে যোগাযোগের কারণে গ্রেফতার হয়েছে এখানকার ১১ বাসিন্দা। তারপর তেলেঙ্গানা, একই অভিযোগে এখানকার ১০জনকে পাকড়াও করা হয়েছে।

জাতীয় তদন্তকারী সংস্থা বা এনআইএ জানাচ্ছে, যেভাবে মহারাষ্ট্রের এক শ্রেণির যুব আইএসের মতাদর্শে আকৃষ্ট হয়ে পড়ছে, তা দুশ্চিন্তার। এখনও পর্যন্ত গোটা দেশে ১২টা আইএস মডিউলের পর্দা ফাঁস হয়েছে। গ্রেফতার হয়েছে ৫২জন, ৩৫জন গা ঢাকা দিয়েছে।

আর একটি উদ্বেগজনক তথ্য হল, এই যুবক যুবতীদের মধ্যে ৮০ শতাংশই ঠিকমত লেখাপড়া করেছে, মাত্র ২০ শতাংশের পড়াশোনা মাদ্রাসায়। যেভাবে আইএস গত দুবছরে ভারতে জাল বিস্তার করেছে তা নিরাপত্তা সংস্থাগুলির কাছে চিন্তার কারণ। ২০১৪-র আগে পর্যন্ত গোয়েন্দারা মূলত চিন্তিত ছিলেন, পাক অথবা পাক সমর্থিত জঙ্গি গোষ্ঠী লস্কর ই তৈবা, হিজবুল মুজাহিদিন ও ইন্ডিয়ান মুজাহিদিনকে নিয়ে। কিন্তু ২০১৪-য় মহারাষ্ট্রের কল্যাণের ইঞ্জিনিয়ারিং ছাত্র আরিব মাজিদ গ্রেফতার হলে হিসেবটা বদলে যায়। দেখা যায়, আইএসের হয়ে কাজ করত মাজিদ। অনলাইনে সে আইএসের মত প্রচার করত, আইএসে যোগ দিতে ইরাকও ঘুরে এসেছে।

গোয়েন্দারা জানাচ্ছেন, আইএসের যে ১২টা মডিউলের পর্দা উঠেছে, প্রত্যেকটাতেই দেখা যাচ্ছে, অভিযুক্তরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আইএসে আকৃষ্ট হয়েছে। ইন্টারনেট, বিশেষ করে সোশ্যাল মিডিয়া থেকে সহজেই নিজেদের দলে লোক টানছে এ ধরনের জঙ্গি গোষ্ঠী।

ঠিক কতজন ভারতীয় যুবক যুবতী আইএসে আকৃষ্ট? এ ব্যাপারে মুখ খুলতে নারাজ আইএস। তবে জানা যাচ্ছে, ৭ থেকে ৮,০০০-এর কম নয়। এদের মধ্যে বেশ কয়েকশো দরকারে ইরাক, সিরিয়ায় গিয়ে আইএসের হয়ে লড়াই করতেও প্রস্তুত। জনাপঞ্চাশেক ইতিমধ্যেই দেশ ছেড়েছে।

দেশে ফিরলে এরা ফ্রান্স বা জার্মানির কায়দায় লোন উলফ অ্যাটাক বা একা একা ভিড়ের ওপর হামলা চালাতে পারে বলে গোয়েন্দাদের আশঙ্কা। দিনকয়েক আগে কলকাতা থেকে আবু মুসা বলে যে আইএস জঙ্গি গ্রেফতার হয়েছে, তার মতলব ছিল, শ্রীনগরে যাবে, ছুরি মারবে বিদেশি পর্যটকদের।

গোয়েন্দারা জানাচ্ছেন, এ দেশে আইএসের কাজকর্ম শুধু দলে লোক টানায় সীমাবদ্ধ নয়, অন্তত তিনটে জায়গা উদ্ধার হয়েছে থেকে প্রচুর অস্ত্রশস্ত্র ও বিস্ফোরক। হায়দরাবাদ, হরিদ্বার ও মহারাষ্ট্রের পরভানি সেল এ দেশে জঙ্গি হামলার চেষ্টা চালিয়েছিল।

ভারতে আইএসের কাজকর্ম যে দেখাশোনা করে, তার নাম সফি আরমার, আদতে কর্নাটকের ভটকলের বাসিন্দা, এখন থাকে সিরিয়ায়। মহারাষ্ট্রের মালওয়ানির আয়াজ সুলতান কিছুদিন আগে দেশ ছেড়ে গিয়েছে সিরিয়ায়। সে সাহায্য করছে সফিকে।