ঔরঙ্গাবাদ: আকছাড় এমন অভিযোগ মেলে যে শিশুপুত্রের আশায় কন্যাভ্রুণ বা শিশুকন্যাদের হত্যা করা হচ্ছে। কিন্তু, একেবারে উল্টো চিত্র দেখা গেল মহারাষ্ট্রে। খবরে প্রকাশ, কন্যাসন্তান হয়নি বলে নিজের ১০-মাসের শিশুপুত্রকে জলে ডুবিয়ে হত্যা করলেন মা।


জানা গিয়েছে, প্রেম পরমেশ্বর এরান্দে নামে ওই শিশু গতকাল থেকে নিখোঁজ হয়। এদিন সকালে দুধের শিশুর মৃতদেহ মহিলার বাড়ির সামনে রাখা একটি জলের ড্রামের ভিতর থেকে উদ্ধার করা হয়।


পুলিশ জানিয়েছে, ঔরঙ্গাবাদ জেলার পৈথান মহকুমার অন্তর্গত পৈথানখেড়া গ্রামের বাসিন্দা বেদিকা এরান্দে নামে এক মহিলা তাঁর একরত্তি শিশুর নিখোঁজ হওয়া নিয়ে পুলিশের কাছে গতকাল অভিযোগ করেন।


পুলিশের কাছে তিনি দাবি করেন, সম্ভবত, তাঁর সন্তানকে অপহরণ করা হয়েছে। কয়েক ঘণ্টা পর, রাতেই পুলিশের একটি কুকুর বেদিকার বাড়ির বারান্দায় রাখা একটি জনভর্তি ড্রামের কাছে দাঁড়িয়ে পড়ে।


ওই ড্রামের মধ্য থেকে পুলিশ মৃত শিশুর দেহ উদ্ধার করে। সন্দেহ হওয়ায়, পুলিশ মহিলাকে জিজ্ঞাসাবাদ করে। বেদিকা যা জানান, তা পুলিশের কল্পনাতেও আসেনি।


পুলিশ জানিয়েছে, জেরায় মহিলা স্বীকার করেন, তিনিই নিজের ১০-মাসের শিশুপুত্রকে হত্যা করেছেন। কিন্তু, কেন? উত্তর শুনে চোখ কপালে ওঠার জোগাড় হয় পুলিশের।


মহিলা জানান, তাঁর আরও এক পুত্রসন্তান রয়েছে। তাই তিনি মেয়ে চেয়েছিলেন। কিন্তু, ফের ছেলে হওয়ায় তিনি নিজের হাতে দুধের শিশুকে জলভর্তি ড্রামে ডুবিয়ে দেন। বেদিকার বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে।