নয়াদিল্লি: আগামী বছর মহাত্মা গাঁধীর সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী উপলক্ষ্যে সরকারের উচিত বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করা এবং বছরটিকে ‘সাম্প্রদায়িক সম্প্রীতি বর্ষ’ হিসেবে পালন করা। কেন্দ্রকে এমনই পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী বছর মহাত্মা গাঁধীর সার্ধশতবর্ষ জন্মজয়ন্তীকে কীভাবে পালন করা যায়, কী কী অনুষ্ঠান করা হবে, তার পরিকল্পনা করতে একটি বিশেষ জাতীয় কমিটি গঠন করেছে কেন্দ্র।
বুধবার, সেই কমিটির প্রথম বৈঠক ছিল। সেখানেই যোগ দিতে দিল্লি যান মমতা। বৈঠকের পর মুখ্যমন্ত্রী জানান, উপস্থিত সকলেই একবাক্য স্বীকার করে নেন, যে গাঁধীজির দর্শন তৃণমূলস্তরে পৌঁছনোর প্রয়োজন।
তিনি বলেন, সব দলই একসঙ্গে সুপারিশ করেছে, মহাত্মা গাঁধীর সার্ধশতবর্ষ জন্মজয়ন্তী এমনভাবে পালন করতে হবে যাতে তাঁর দর্শন একেবারে তৃণমূলস্তরে পৌঁছতে পারে। কয়েকজন বিশ্ববিদ্যালয় স্থাপনের পরামর্শ দিয়েছেন। কেউ রাষ্ট্রপুঞ্জে বিশেষ অধিবেশনের ডাক দিয়েছেন।
এই প্রেক্ষিতে আমরা সুপারিশ করেছি, একটি বিশ্ব শান্তি সম্মেলনের আয়োজন করতে। পাশাপাশি, বছরটি সাম্প্রদায়িক সম্প্রীতি বর্ষ হিসেবে পালন করারও পরামর্শ দিয়েছি।
মমতা আরও বলেন, মহাত্মার দর্শন দেশের সর্বত্র ছড়িয়ে দিতে কীভাবে প্রচার করা যায়, সেই নিয়ে এদিনের বৈঠকে আলোচনা হয়েছে। বিভিন্ন মুখ্যমন্ত্রী ও বিশিষ্টজনের থেকে বহুমূল্য পরামর্শ এসেছে। রাষ্ট্রপতি জানান, গাঁধীজির জীবনদর্শন বজায় রাখাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ।